Sunday, 3 August, 2025
3 August, 25
HomeকলকাতাDYFI: মীনাক্ষীর পর! পার্টির অন্দরেই শুরু দড়ি টানাটানি

DYFI: মীনাক্ষীর পর! পার্টির অন্দরেই শুরু দড়ি টানাটানি

আগামী ২১-২৩ জুন বহরমপুরে সিপিএম যুব সংগঠনের রাজ্য সম্মেলন হতে চলেছে। সেখানেই সাংগঠনিক রদবদল হতে চলেছে বলে খবর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক পদের পরবর্তী মুখ কে, তা নিয়ে পার্টির অন্দরেই শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি। এই পদ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের অপসারণ একরকম নিশ্চিত হয়ে গিয়েছে। তাঁর পরে এই পদের দায়িত্ব কে সামলাবেন তা নিয়ে নাকি পার্টির কলকাতা এবং বর্ধমান লবির মধ্যে লড়াই শুরু হয়েছে বলে খবর সূত্রের।

আরও পড়ুন: বাধারঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু তিন কিশোরের

এ প্রসঙ্গে, বর্ধমান জেলার যুবনেতা অয়নাংশু সরকারের নাম উঠে এসেছে। তবে সেক্ষেত্রে ডিওয়াইএফআই এর বর্তমান রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার পদ পরিবর্তন করে তাঁকে সম্পাদক পদে এনে অয়নাংশুকে রাজ্য সভাপতি করার দাবি উঠছে। অন্যদিকে আবার কলকাতা লবির একাংশের দাবি, কলতান দাশগুপ্তকে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি কিংবা সম্পাদক পদে বসানো হোক। এই নিয়েই দুই লবির মধ্যে মতবিরোধ শুরু হয়েছে বলে খবর সূত্রের।

পদ বদলের প্রসঙ্গে এসএফআই এর সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধরের নামও শোনা গিয়েছে। তবে তিনি হলেন দিল্লি শাখার সদস্য। ফলত বঙ্গ সিপিএমের কোনো পদেই তিনি নেন। তবে এক্ষেত্রে দাবি উঠছে, বঙ্গ সিপিএমের সদস্য করতে দীপ্সিতাকে। অতঃপর মীনাক্ষীকে সরিয়ে দীপ্সিতাকে সম্পাদকের পদ দেওয়া হোক বলেও উঠেছে দাবি।

আরও পড়ুন: আজ জৈষ্ঠ কৃষ্ণা সপ্তমী তিথি; কেরিয়ারে উন্নতি এই চার রাশির

উল্লেখ্য, মীনাক্ষী নিজেও পার্টির বর্ধমান লবির সদস্য। বর্তমানে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছেন তিনি। তাই পার্টির যুব সংগঠনের রাজ্য সম্পাদক পদ থেকে সরে যেতে হবে তাঁকে। আগামী ২১-২৩ জুন বহরমপুরে সিপিএম যুব সংগঠনের রাজ্য সম্মেলন হতে চলেছে। সেখানেই সাংগঠনিক রদবদল হতে চলেছে বলে খবর।

সূত্রের খবর, সম্প্রতি কলতান দাশগুপ্তের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের। যুব সংগঠনের ২০ তম রাজ্য সম্মেলন উপলক্ষেও সোমবার শ্যামবাজারে জনসভায় উপস্থিত ছিলেন মীনাক্ষী, কলকাতা, ধ্রুবজ্যোতিরা। অন্যদিকে উত্তর ২৪ পরগণার ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক পদেও আবারও নির্বাচিত হয়েছেন সপ্তর্ষি দেব।

এই মুহূর্তে

আরও পড়ুন