Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়িতে এটিএম লুটের সঙ্গে জড়িত বিহারের দুষ্কৃতীরা?

Siliguri: শিলিগুড়িতে এটিএম লুটের সঙ্গে জড়িত বিহারের দুষ্কৃতীরা?

শনিবার কলেজপাড়ায় সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনাটা জানালেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

হরিয়ানা থেকে এসে শিলিগুড়িতে এটিএম লুটের অভিযোগ। পুলিশ সূত্রের খবর, গত ২৩ জুলাই শিলিগুড়ির আশিঘর মোড় সংলগ্ন এলাকায় কয়েকজন দুষ্কৃতী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুট করে। পাঁচ জন দুষ্কৃতী এটিএম থেকে লক্ষাধিক টাকা লুট করেছিল। ২৫ জুলাই বিহার থেকে ধৃত উজের খানকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। শনিবার কলেজপাড়ায় সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনাটা জানালেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং।

আরও পড়ুনঃ গিলে ফেলবে অর্ধেক মানুষ! চোখ ধাঁধানো নগরায়নের ‘ক্রিস্টমাস গলিতে’ ধস

পুলিশ জানিয়েছে, ২১ জুলাই হরিয়ানা থেকে উজের, আদিল খান ও সাজিদ কালা মোট তিনজন অভিযুক্ত কন্টেনার নিয়ে শিলিগুড়িতে আসে। তাদের সকলের সঙ্গেই ছিল গ্যাসকাটার ও সিলিন্ডার। উজের ওই কন্টেনারটা চালাচ্ছিল। পরের দিন আরও দুই অভিযুক্ত আফতাব ও সাজিদ শিলিগুড়িতে এসে পৌঁছয়। এর পর পাঁচ জন পুরো প্ল্যান বানাতে ফুলবাড়ির একটি ধাবাতে গিয়ে ওঠে। ২৩ তারিখ এটিএম লুটের পরে সাজিদ ও আদিল খান বিমানে করে দিল্লি চলে যায়।

পুলিশ সূত্রের খবর, দু’জনেই পুরনো একটি অপরাধের ঘটনায় সে দিনই দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে। বাকি তিনজন কন্টেনার নিয়ে বিহারে চলে যায়। এর পরে দুষ্কৃতীদের খুঁজতে ভক্তিনগর থানা ও আশিঘর পুলিশ ফাঁড়ির পাঁচ জনের একটি দল যায় বিহারে। সেখানকার ভক্তিয়াই থানা এলাকা থেকে পুলিশ উজেরকে গ্রেপ্তার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এটিএম লুটের ঘটনায় হরিয়ানার নুহু জেলার অপরাধীরাই জড়িত। গত ১৩ এবং ১৮ জুন ময়নাগুড়ি এবং শিলিগুড়ির চম্পাসারিতে সেই জেলার দুষ্কৃতীরাই এটিএম লুট করেছিল।

আরও পড়ুনঃ বাঁকুড়া মেডিক্যালে ‘ভয়ের পরিবেশ’! সরব জুনিয়র চিকিৎসকরা

পুলিশ জানিয়েছে, ব্যাঙ্ক ডাকাতি ও এটিএম লুট করতে নুহু জেলায় অপরাধীদের এক বিশাল বাহিনী রয়েছে। পুলিশের মতে, এই বাহিনীতে রয়েছে প্রায় এক হাজার সদস্য। এখানকার অপরাধীরা বিগত কয়েক বছরে পঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে লুট চালিয়েছে। পশ্চিমবঙ্গের ডানকুনি ও হুগলিতেও এই দলের সদস্যরা বিগত কয়েক দিন ধরে লুট চালিয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং।

এই মুহূর্তে

আরও পড়ুন