কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
নবমীতে তৈরি হওয়া নিম্নচাপ দশমীতে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। আর তার ফল কী হতে পারে, তা দুপুর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে। আকাশ কালো করে বৃষ্টি নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার মধ্যেই চলছে বিসর্জন। আর এবার উত্তরবঙ্গের জন্য আরও বড় সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ কমলা সতর্কতা জারি! ভারী বৃষ্টিতে ফের ডুববে কলকাতা, ঝড়ে ক্ষতি হবে বহু মণ্ডপের?
উত্তরের জন্য, বিশেষত পর্যটকদের জন্য বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ ও সিকিমে দশমী থেকে দ্বাদশী অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। তিন দিন ধরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। শুধুমাত্র পাহাড়ি অঞ্চল নয়, বৃষ্টি হবে ডুয়ার্সেও। প্রবল বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
তবে পর্যটকদের জন্য যেটা সবথেকে বড় আশঙ্কার, সেটা হল দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধস নামতে পারে। পাহাড়ি নদীতে আচমকা হড়পা বানের ভয়ও থাকছে। সে ক্ষেত্রে ভেসে যেতে পারে এলাকা।
আরও পড়ুনঃ চলছে সিঁদুর খেলা, চোখের জলে উমা বিদায়
সিকিম, ভুটানের জলে বিপদ আরও বাড়তে পারে। সেই কারণেও উত্তর-পশ্চিম ভারতেও সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জোড়া ফলায় দুর্ভোগ বাড়বে এবার। এর আগে পুজোর শুরুতে একটি নিম্নচাপ তৈরি হলেও তা সরে যাওয়ায় সেভাবে বৃষ্টি হয়নি। তবে এবার আর কোনও রেহাই নেই। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, জম্মু-কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।