Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeআবহাওয়াWest Bengal Weather Forecast: বৃষ্টি কি হবে বড়দিনে? জানুন আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস 

West Bengal Weather Forecast: বৃষ্টি কি হবে বড়দিনে? জানুন আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস 

আবহাওয়ার ভোলবদলে নাজেহাল সকলে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী ২ দিন কোনো হেরফের হবে না রাজ্যের তাপমাত্রার

মাঝে হঠাৎ হঠাৎ হাজির হচ্ছে বৃষ্টি। সবমিলিয়ে আবহাওয়ার ভোলবদলে নাজেহাল সকলে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী ২ দিন কোনো হেরফের হবে না রাজ্যের তাপমাত্রার। উত্তরে জাঁকিয়ে ঠান্ডা ওদিকে দিনের বেলায় ফ্যান চালানোর জোগাড় দক্ষিণে বৃষ্টি কি হবে বড়দিনে? জানুন আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস।

আরও পড়ুন: Bakharkhani Global Heritage: বড়দিনের আগেই জোড়া সুখবর

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দাপট চলবে কুয়াশার। ২৫ ডিসেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে তারপর থেকে রাতের তাপমাত্রার পারদ সর্বনিম্ন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অর্থাৎ বছর শেষে দক্ষিণবঙ্গে ফিরতে পারে শীতের আমেজ।

৩১ ডিসেম্বরের দিকে বেশ ঠান্ডা থাকতে পারে দক্ষিণে। তার আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ ও আগামীকাল কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদে। গত সপ্তাহ থেকে অনেকটাই তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: Horoscope Today’s: আজ 25 December, 2024 বুধবার; গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ বৃষ্টি হতে পারে উত্তরে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে বড়দিনে উত্তরবঙ্গের দার্জিলিঙের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরের আর কোথাও এদিন বৃষ্টি হবে না। সকাল ও রাতে কম-বেশি কুয়াশার দাপট থাকবে প্রায় সব জেলাতেই।

এরপর আগামী ২৮ এবং ২৯ তারিখ ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরে। বৃষ্টি হতে পারে দার্জিলিঙ, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। তবে ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। বছর শেষে অবশ্য উত্তরের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।

এই মুহূর্তে

আরও পড়ুন