spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeবিনোদনAnkush Hazra: ফাঁস করলেন অঙ্কুশ! নায়ক-নায়িকাদের ম্যানেজাররা কাদের ফোন করে ডাকছেন

Ankush Hazra: ফাঁস করলেন অঙ্কুশ! নায়ক-নায়িকাদের ম্যানেজাররা কাদের ফোন করে ডাকছেন

টলিপাড়ায় সিনেমার সঙ্গে যুক্ত বেশ কিছু মুখের কোনও রিল পোস্ট হলে, তার ভিউজ ১০,০০০ ছাড়াচ্ছে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পাঁচ বছর আগে টলিউডে এই ট্রেন্ড দেখা  যেত না। কিন্তু এখন যে কোনও ইভেন্টে টলিপাড়ার তারকারা গেলেই, তাঁদের হেঁটে আসার ভিডিয়ো বা বিশেষ কোনও মুহূর্তের ভিডিয়ো নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। এখন প্রশ্ন হল, তারকারা কখন বিমানবন্দরে যাচ্ছেন, বা কোথায় যাচ্ছেন, এসব খবর রিপোর্টার পাচ্ছেন কী করে?

সেই সত্যি এবার ফাঁস করলেন অঙ্কুশ। তিনি ‘রক্তবীজ টু’ ছবির শুটিংয়ে বিদেশে যাওয়ার সময়ে বিমানবন্দরে দাঁড়িয়ে রিপোর্টারকে বললেন, ”এরপর থেকে সেলেব্রিটিদের ম্যানেজার বা পিআর টিম ফোন করে ডাকলে, তাঁদের থেকে যাতায়াতের খরচ নিয়ে নেবে।” এরপর অঙ্কুশ মজা করে বলেন, তিনি কোনও যাতায়াতের খরচ দেবেন না। কারণ তিনি নিজেই ফোন করে ডেকেছেন, এই ভিডিয়ো করার জন্য।

আরও পড়ুন: খালি গা, হেলমেটেরও বালাই নেই! আইনি বিপাকে সোনু

পুরোটা যে মজার ছলে বলেছেন অঙ্কুশ, সেটা বুঝতে অসুবিধা হয় না। তবে মজার পিছনে কোনও সত্যি লুকিয়ে রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা দরকার। এক সময়ে বলিউডে এই নিয়ে চর্চা ছিল তুঙ্গে। বলিউডের তাবড় তারকারা চাইতেন তাঁদের এয়ারপোর্ট লুক ভাইরাল হোক। এগুলো জনপ্রিয় হওয়ার কায়দা। টলিপাড়ার মধ্যে এখন সেই ট্রেন্ড দেখা যাচ্ছে। কিন্তু এই ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে বেজায় চাপেও পড়ছেন তারকারা।

আরও পড়ুন: পাকিস্তান দিয়েছিল ধোঁয়া হাসিনার ‘উৎখাতে’! জঙ্গিরাই স্বীকার করে নিল

টলিপাড়ায় সিনেমার সঙ্গে যুক্ত বেশ কিছু মুখের কোনও রিল পোস্ট হলে, তার ভিউজ ১০,০০০ ছাড়াচ্ছে না। এদিকে টেলিভিশনের তারকাদের কোনও কনটেন্ট পোস্ট হলে, কয়েক ঘণ্টার মধ্যে এক লাখ বা দু’ লাখ লোক দেখে ফেলছেন। তাই টলিপাড়ায় এই ট্রেন্ডে বেশি দিন গা ভাসাতে চাইবেন কিনা তারকারা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই মুহূর্তে

আরও পড়ুন