কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
জলপাইগুড়িতে ফের ATM লুঠের চেষ্টা। এবার লুঠের চেষ্টা জলপাইগুড়ি রানিনগর BSF ক্যাম্পের সামনে। SBI-এর মুম্বাই কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে সঙ্গে-সঙ্গে অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। হাতে নাতে পাকড়াও দুই দুষ্কৃতী। স্থানীয় ব্যবসায়ীদের সিসিটিভিতে (CCTV)-তে ধরা পড়লো অভিযানের ভিডিয়ো।
এর আগে একই ভাবে লুঠ চলেছিল রায়গঞ্জ ও ময়নাগুড়িতে। রায়গঞ্জের এটিএম লুঠ করে মোট ৩৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। একইভাবে ময়নাগুড়িতে ৮ মিনিটের মাথায় জোড়া এটিএম লুঠ করে মোট ৫৪ লক্ষ টাকা চুরি করে ভিনরাজ্যের দুষ্কৃতীরা। সেই ঘটনার পর আবারও এটিএম লুঠের চেষ্টা উত্তরবঙ্গে।
আরও পড়ুন: মদনের মন্তব্যে নয়া বিতর্ক! ‘মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটত না’
পুলিশ সূত্রে খবর, এ দিন দুটো বেজে কুড়ি মিনিট নাদাদ এসবিআই এর মুম্বই কন্ট্রোল রুম ফোনে জানায় এটিএম লুঠের চেষ্টা করা হচ্ছে। সেই খবর থানায় পৌঁছতেই এএসআই মুণিরাম রায় ও এএসআই বিশাল ছেত্রী দ্রুত পৌঁছয় সেখানে। ঘটনাস্থলে পৌঁছে দেখেন এটিএম এর সামনে দাঁড়িয়ে দুটি বাইক। সঙ্গে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারও। পুলিশকে আসতে দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা।
আরও পড়ুন: চাঞ্চল্যকর অভিযোগ ইউটিউবারের! নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনে উঠে মাদক খাইয়ে চুরি!
এএসআই বিশাল ছেত্রী দ্রুত ধাওয়া করেন। এবং কৌশিক মুখোপাধ্যায় নামে বছর চব্বিশের একজনকে আটক করতে সক্ষম হন। এছাড়াও এই ঘটনায় গ্রেফতার হয়েছেন বছর পঁচিশের পথিক সরকারও। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।