ঘুম ভাঙল দুঃখের সংবাদে। ফের এক নক্ষত্র পতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মুম্বইতেই একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমেছে বলিউডে।
নব্বইয়ের দশকে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব মন কেড়েছিল বহু মানুষের। এক সময়ে বলিউডের সেরা দশ অভিনেতাদের মধ্যে তাঁর নাম থাকত। “পূরব ওউর পশ্চিম”, “ক্রান্তি”র মতো দেশাত্ববোধক সিনেমা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে বয়সের ভারেই অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই লাইমলাইট থেকে দূরে ছিলেন মনোজ কুমার।
জানা গিয়েছে, বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতিই তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই হৃৎরোগ জনিত সমস্য়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়া তাঁর লিভার সিরোসিসও হয়েছিল তাঁর।
আরও পড়ুন: হলোটা কি; রাত হলেই হচ্ছেটা কি শিলিগুড়ির!
১৯৩৭ সালে ব্রিটিশ যুগের আবোটাবাদে (বর্তমানে পাকিস্তানের খাইবার পাখতুনখা) জন্ম গ্রহণ করেছিলেন মনোজ কুমার। তাঁর নাম ছিল হরিকৃষ্ণন গোস্বামী। পরে অভিনয় জগতে পা রাখার সময় নাম পরিবর্তন করে মনোজ কুমার রাখেন। ১৯৫৭ সালে ফ্যাশন সিনেমা থেকে বলিউডে আত্মপ্রকাশ করেন। সবথেকে বড় ব্রেক পান কাচ কি গুড়িয়া (১৯৬১) সিনেমায়।