এক জায়গায় নয়। একদিনে পাকিস্তানের তিন জায়গায় বোমা বিস্ফোরণ। মৃত্যু হল কমপক্ষে ২৫ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে বালোচিস্তানে একটি রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণে ১৪ জন মারা গিয়েছেন। এখনও পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ। কেউ যন্ত্রণায় কাতরাচ্ছেন।
আরও পড়ুনঃ গোটা বিশ্বে শরগল, পদত্যাগ করবেন ট্রাম্প!
বালোচিস্তানের কোয়েট্টায় একটি স্টেডিয়ামের পার্কিং লটে মঙ্গলবার কয়েকশো মানুষ জড়ো হয়েছিলেন। বালোচিস্তান ন্যাশনাল পার্টি ওই সভার ডাক দিয়েছিল। সেখানেই আত্মঘাতী বিস্ফোরণ হয়। ১৪ জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
বালোচিস্তানেই ইরান সীমান্তের কাছে গতকাল আরও একটি বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে পাঁচজন মারা যান। পুলিশ জানিয়েছে, আধা সামরিক বাহিনীর একটি কনভয় যাওয়ার সময় বিস্ফোরণ ঘটানো হয়। তাতে পাঁচ জওয়ান প্রাণ হারান। চারজন আহত হন। আবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনার ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনা ঘাঁটির প্রবেশপথে চলে আসে আত্মঘাতী জঙ্গি। তার সঙ্গে আরও পাঁচ আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়ে। ওই আত্মঘাতী হামলায় ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। এদিকে, পাক সেনার সঙ্গে সংঘর্ষে জঙ্গিরাও প্রাণ হারায়। এই হামলার দায় স্বীকার করেছে ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান নামে জঙ্গি সংগঠন। সবমিলিয়ে একদিনেই পাকিস্তানে বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ এ কী কাণ্ড! কলকাতার বেহালায় খোঁজ মিলল বাংলাদেশির
বালোচিস্তান ন্যাশনাল পার্টির প্রধান আখতার মেঙ্গাল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, গতকাল বক্তব্যের পর তিনি যখন সভাস্থল ছাড়বেন, তখনই বিস্ফোরণ ঘটানো হয়। তবে তিনি সুরক্ষিত রয়েছেন বলে জানান। গত এক দশকের বেশি সময় ধরে বালোচিস্তানে বিদ্রোহ থামাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে পাকিস্তান সেনাকে। ২০২৪ সালে বালোচিস্তানে হিংসায় ৭৮২ জন প্রাণ হারিয়েছেন।



