কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি
শিলিগুড়িতে এটিএম লুট গ্যাস কাটার দিয়ে কাঁটা হলো এটিএম মেশিন। শিলিগুড়ির চম্পাসারিতে গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটে গেছে।
আরও পড়ুন: যুদ্ধ জয়! ৯ কোটির ইঞ্জেকশন এনে দিল মানুষের ভালবাসা
বৃষ্টি থাকায় সুবিধা হয়েছে দুষ্কৃতীদের। চার পাঁচ জন মিলে এসে গোটা জায়গা লক্ষ্য করে চারদিকে দেখে এই ঘটনা ঘটায়। কত টাকা নিয়ে গেছে জানতে না পারা গেলেও মনে করা হচ্ছে পাঁচ লক্ষের বেশি সামনে গেছেটাকা নিয়ে গেছে তারা। ঘটনার পর এলাকার মানুষ দৌড়ে ছুটে আসেন। তাদের অভিযোগ দিনের পর দিন এভাবে পড়ে আছে এই এটিএম। অথচ কেউ কিছু বলতে পারে নি।
আরও পড়ুন: ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা; কালীগঞ্জে বৃষ্টির মধ্যেই চলছে ভোটগ্রহণ
ময়নাগুড়ির ঘটনার পরে একই সপ্তাহের মধ্য দ্বিতীয় ঘটনা ঘটে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ জানাচ্ছিলেন এত গুরুত্বপূর্ণ একটা পরিষেবা অথচ সরকারের কাছে কোনো ধরনের নিরাপত্তার কোন ব্যবস্থা নেই। দুষ্কৃতীদের লক্ষ্য হয়ে যাচ্ছে পাহারাদারহীন এটিএমগুলি।