Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গPanic in Siliguri: শিলিগুড়িতে আতঙ্ক! একের পর এক বাড়িতে দুষ্কৃতী হানা

Panic in Siliguri: শিলিগুড়িতে আতঙ্ক! একের পর এক বাড়িতে দুষ্কৃতী হানা

গোটা এলাকা ঘিরে রেখেছে এক বিশাল পুলিশ বাহিনী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আজ সকালে শিলিগুড়ির জ্যোতি নগরে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটলো একের পর এক বাড়িতে। হঠাৎ করে সকালে এই ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক জড়িয়ে ধরে এলাকার মানুষদের মধ্যে। কিছু বোঝার আগে দুষ্কৃতীরা একের পর এক বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে  এবং লুটপাট চালায়। টাকা-পয়সা ছিনিয়ে নেয় কয়জনের বাড়ির থেকে।

আরও পড়ুন: উত্তর কলকাতার বহাল তবিয়তে বিডন স্ট্রিটের চড়ক

কেন তারা সকালবেলা উঠে  এই ঘটনা ঘটালো  এটা নিয়ে সন্দেহ অনেকের মনে। কিভাবে দুষ্কৃতী  আমরা ফুটল এই সকালবেলায়  এটা শুনে অবাক পুলিশ ও। অনেকেই জানিয়েছেন পুরনো কোন ঘটনার সূত্র ধরে  এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। দুষ্কৃতিদের কাছ থেকে  এখনো পর্যন্ত কোনো খবর  না এসে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে অনেকের মনে।

আরও পড়ুন: আবার বানানো হচ্ছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রা শুরু

এলাকার মানুষ জানিয়েছেন জ্যোতি নগর এলাকায় সন্ধ্যা বেলা হলেই শুরু হয়ে যায় একেবারে বাজে আড্ডা। মদ এবং জুয়া চলতে থাকে। প্রতিবাদ করলে চলে আসে হুমকি। কিন্তু এতগুলো বাড়িতে একসাথে হামলার ঘটনা আগে কোনদিন ঘটেনি বলে দাবি করেছেন এলাকার মানুষ। এমনকি শিলিগুড়ি তো এই ঘটনা  কোনদিন ঘটেনি। গোটা এলাকা ঘিরে রেখেছে এক বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অপরাধীদের খোঁজ করতে শুরু করে দিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন