Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গCooch Behar: অনুপ্রবেশে বাধা পেয়ে তেড়ে এল বাংলাদেশিরা, বিএসএফ কড়া হতেই সব...

Cooch Behar: অনুপ্রবেশে বাধা পেয়ে তেড়ে এল বাংলাদেশিরা, বিএসএফ কড়া হতেই সব চুপ

সীমান্তে কাঁটাতারহীন এলাকায় অনুপ্রবেশে বাধা পেয়ে বিএসএফ জওয়ানদের উপর হামলার চেষ্টা বাংলাদেশি নাগরিকদের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সৌমেন দত্ত, কোচবিহার:

সীমান্তে কাঁটাতারহীন এলাকায় অনুপ্রবেশে বাধা পেয়ে বিএসএফ জওয়ানদের উপর হামলার চেষ্টা বাংলাদেশি নাগরিকদের। লাঠিসোঁটা নিয়ে সীমান্তে তাঁরা হাজির হন। বিএসএফের সঙ্গে বচসায় জড়ান। তীব্র উত্তেজনা ছড়ায় সীমান্তে। শেষপর্যন্ত কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করে বিএসএফ। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জের ডাঙারহাট এলাকায়।

আরও পড়ুন: পজিটিভ রোগীর সংখ্যা ১১; বাড়ছে করোনা সংক্রমণ

ডাঙারহাট সীমান্ত এলাকার ওপারে বাংলাদেশের গাটিয়াভিটা। জানা গিয়েছে, এদিন কাঁটাতারহীন ওই এলাকা দিয়ে বাংলাদেশের এক ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। বাধা দেয় বিএসএফ। অনুপ্রবেশে বাধা পেতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা। লাঠিসোঁটা নিয়ে সীমান্তে হাজির হন। মারমুখী হয়ে ওঠেন তাঁরা। কিন্তু, অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করে।

আরও পড়ুন: রং দেখে পা ফেলুন, না হলে ‘লাল কার্ড’ দেখাবেন মেট্রো কর্তৃপক্ষ

গত বছরের অগস্টের প্রথমে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই সীমান্তে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে। বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। অনুপ্রবেশের চেষ্টা রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। কাঁটাতারহীন সীমান্ত এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এর আগে কাঁটাতারহীন একাধিক জায়গায় বিএসএফ কাঁটাতার বসাতে গেলে বাধা দিতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশ। এই নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দেয় ভারত।

চলতি বছরের জানুয়ারিতে মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুরে ওপার থেকে বাংলাদেশিরা এসে ফসল ও গাছ কেটে নিয়ে যায়। এর প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। তখন সীমান্তের ওপার থেকে বিএসএফ-কে লক্ষ্য করে বোমা, পাথর ছোড়া হয়েছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন