Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: সবার আগে আমরা উকিল, তাই আগামীকালের ভোট শান্তিপূর্ণভাবেই হবে বললেন সুস্মিতা...

Siliguri: সবার আগে আমরা উকিল, তাই আগামীকালের ভোট শান্তিপূর্ণভাবেই হবে বললেন সুস্মিতা বোস মৈত্র

আমরা আশা করব যেই জিতবে, অথবা যেই জিতুক শিলিগুড়ি বার এসোসিয়েশনের নির্বাচন সবাইকে পথ দেখিয়ে দেবে

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আগামীকাল শিলিগুড়িতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে যথেষ্ট আশাবাদী শিলিগুড়ির অন্যতম সেরা উকিল সুস্মিতা বোস মৈত্র। তিনি জানালেন আমরা সবার আগে উকিল তারপরে তৃণমূল তারপরে বিজেপি। আমরা একে অন্যের বিরুদ্ধে পেশ করি, লড়াই করি তারপর শেষে গিয়ে আমরা একসাথে চা খাই। আমরা চাই এই নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক।

আরও পড়ুন: নিজেদের মধ্যেই মারামারি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে; ক্ষুব্ধ মেয়র

যেভাবেই হোক যে জিতুক অন্তত সুন্দরভাবে আমরা যেন নির্বাচন করতে পারি। রাজ্য সরকারের সহযোগিতায় আগামী দিনে শিলিগুড়ি কোর্টের উন্নয়ন হবে এটাই আমরা চাই। আমাদের এখানে যে নির্বাচন হয় তার মধ্যে কোন রাজনৈতিক মত বিরোধ থাকে না, হ্যাঁ নির্বাচন হলে একটা তো পক্ষ বিরোধী পক্ষ থাকবেই, কিন্তু সেটা ওখানেই শেষ হয়ে যায়।

আরও পড়ুন: বিরাটি থেকে গ্রেফতার পাকিস্তানি আজাদ, বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানিয়ে দিতেন; আদালতে ED

আমরা চাই এই নির্বাচন সবার সাহায্যে অবাক এবং শান্তিপূর্ণভাবে হোক। তার জন্য আমরা আজকে প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করব যেই জিতবে, অথবা যেই জিতুক শিলিগুড়ি বার এসোসিয়েশনের নির্বাচন সবাইকে পথ দেখিয়ে দেবে। তাই কালকে নির্বাচনে বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল লড়বে ঠিকই কিন্তু সবার শেষে আমরা একই ছাদের নিচে থাকবো। জানালেন সুস্মিতা বোস মৈত্র।

এই মুহূর্তে

আরও পড়ুন