Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাDurga Puja 2025: উড়ছে ড্রোন, সূচনা দেবীপক্ষের; মহালয়ার ভোরে ঘাটে-ঘাটে চলছে তর্পণ

Durga Puja 2025: উড়ছে ড্রোন, সূচনা দেবীপক্ষের; মহালয়ার ভোরে ঘাটে-ঘাটে চলছে তর্পণ

তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বাড়তি ফোর্স।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি; সৌমেন মুখার্জ্জী, বাঁকুড়া;

আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের। গঙ্গার ঘাটে-ঘাটে সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ আম-বাঙালির। বাবুঘাট-বাগবাজার-শোভাবাজার-নিমতলা সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ ভোর থেকেই। তবে শুধু কলকাতা নয়, রাজ্যেপ বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে একই ছবি। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বাড়তি ফোর্স। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় শুভ-অশুভের দ্বৈরথ, মহালয়ায় কি শুভেচ্ছা জানানো যায়?

হাওড়ার চাঁদমারি ঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। একদম ভোরবেলায় প্রচুর মানুষ পূর্ব পুরুষকে জল-তিল-অন্ন তর্পণ করতে ঘাটে-ঘাটে ভিড় জমিয়েছেন। তবে শুধু এই চাঁদমারি ঘাট নয়, প্রতিটি ঘাটেই থিক-থিক করছে মানুষের ভিড়। প্রচুর মানুষ পূর্ব-পুরুষদের তর্পণ অর্পণ করতে গঙ্গার ঘাটে এসেছেন। তর্পণ চলছে দিঘা, বীরভূমের তিলপাড়া জলাধার, বাঁকুড়ার সতীঘাটেও। মহালয়াতে শিলিগুড়ির মহানন্দার ঘাটে জনসুমুদ্র।

আরও পড়ুনঃ নিম্নচাপ ও পুজোর সময় বৃষ্টির সতর্কতা; আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট

এ দিকে, মহলয়ার একদিন আগেই বড়-বড় পুজো মণ্ডপগুলির উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীভূমি-টালা প্রত্যয়-হাতিবাগান সর্বজনীনের মতো পুজোগুলির উদ্বোধন করেন তিনি। সূচনা হয় ডেপুটি মেয়র অতীন ঘোষের হাতিবাগান সর্বজনীন থেকে। তবে মহালয়ার আগেই উদ্বোধন করা নিয়ে মমতা আগেভাগেই বলেন দেন, “আমি প্যান্ডেল উদ্বোধন করলাম।” তর্পণের আগে যে তিনি মাতৃ-মূর্তির উদ্বোধন করেন না সেই বিষয়টিও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে

আরও পড়ুন