Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeউত্তরবঙ্গBJP: উত্তরবঙ্গে ৫৪ আসনে জেতার দাবি বিরোধী দলনেতার

BJP: উত্তরবঙ্গে ৫৪ আসনে জেতার দাবি বিরোধী দলনেতার

তিনি মমতার উত্তরবঙ্গ সফর নিয়ে জানান, মমতা উত্তরবঙ্গে এলে যেকোনও চা বাগান বন্ধ হয়। আজ যেমন কালচিনির মধু চা বাগান বন্ধ হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

সোমবারই উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগেই বিজেপির প্রাক্তন সাংসদ ও একসময়ের কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে বানারহাটে জন বারলার গড়ে গিয়েই তিরঙ্গা যাত্রায় হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জন বারলা তৃণমূলের যোগদান করার পর তারই এলাকায় শুভেন্দু অধিকারীর এই পদযাত্রা ডুয়ার্সের রাজনীতিতে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিই এদিন পদযাত্রাতে এসে শুভেন্দু বারলাকে ‘ফুটোফাটি’ নেতা বলে কটাক্ষ করেন। তিনি জানান, এই ফুটোফাটি নেতা চলে গেলে কিছু যায় আসে না। পাশাপাশি তিনি মমতার উত্তরবঙ্গ সফর নিয়ে জানান, মমতা উত্তরবঙ্গে এলে যেকোনও চা বাগান বন্ধ হয়। আজ যেমন কালচিনির মধু চা বাগান বন্ধ হয়েছে।

আরও পড়ুন: শশী পাঁজা, অতীন ঘোষরা কোথায় বসবেন! অফিসই নেই তৃণমূলের, বৈঠক হবে কোথায়?

এছাড়া তিনি জানান, উদয়ন গুহ ও গৌতম দেবের মত চোর মমতার তৃণমুলে রয়েছে এরা বিজেপির কিছুই করতে পারবে না। তিনি মঞ্চে হুংকার দেন ২০২৬ এ বিজেপি উত্তরবঙ্গে ৫৪ টি আসন দখল করে দেখাবে। এদিনের মত শিলিগুড়িতে ২২ তারিখ তিনি ত্রিরঙ্গা যাত্রা করে দলের শক্তি দেখিয়ে দেবেন। তার পাশাপাশি জুলাই মাসে বিভিন্ন দাবি নিয়ে উত্তরকন্যা অভিযান করবে বিজেপি।

আরও পড়ুন: গুঁড়িয়ে দেওয়া হবে আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিং-এর সেই সাধের অট্টালিকা, নির্দেশ দিল হাইকোর্ট

এদিন দুপুরে বানারহাটের রামলীলা ময়দান থেকে বানারহাট এলআরপি পর্যন্ত তিরঙ্গা যাত্রায় হাঁটেন শুভেন্দু। বানারহাট এলআরপি মোড়ে একটি পথসভা করেন সেই মঞ্চেই বিজেপিতে যোগদান করেন ধূপগুড়ি বিধানসভা গত উপনির্বাচনের সিপিএম প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন, জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি শ্যামল রায়, কালচিনির বিধায়ক বিশাল লামা সহ বিজেপি বিধায়ক এবং নেতাকর্মীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন