Saturday, 5 July, 2025
5 July, 2025
HomeকলকাতাBJP West Bengal: BJP-তে শুরু শমীক যুগ, শুধুমাত্র ঘোষণার অপেক্ষা

BJP West Bengal: BJP-তে শুরু শমীক যুগ, শুধুমাত্র ঘোষণার অপেক্ষা

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা আভাস দিয়েছিলেন সোমবার সন্ধ্যাতেই। বুধবার বেলা ১২টা ৩৫ মিনিট নাগাদ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশও চলে এল কলকাতায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্য রাজনীতির কেন্দ্রে এখন একটাই প্রশ্ন—কে হচ্ছেন আগামী রাজ্য বিজেপি সভাপতি? নাম ঘিরে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। আজ, সেই সম্ভাব্য জল্পনার অবসান হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন: হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

দিল্লি থেকে ফিরে এদিন বঙ্গ বিজেপির সভাপতি পদের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। দলের অন্দরমহলের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছেন শমীক।

বিজেপির রাজ্য নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল গত কয়েক মাস ধরেই। সূত্রের খবর, দলের অন্দরেও অনেকেই চাইছিলেন একজন ভারসাম্যপূর্ণ, সাংগঠনিকভাবে অভিজ্ঞ মুখকে। শমীক ভট্টাচার্য সেই দৌড়ে বহু দিন ধরেই অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছিল। দীর্ঘ দিন দলের মুখপাত্রের দায়িত্ব সামলেছেন, পাশাপাশি সাংসদ হিসেবেও দলের প্রতিনিধিত্ব করছেন রাজ্যসভায়।

দলের অন্দরমহলে কানাঘুষো—যদি কোনও বড় গোলমাল না হয়, তবে শমীক ভট্টাচার্যর নামেই এবার সিলমোহর পড়ে যেতে চলেছে। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে মনে করা হচ্ছে, আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: নৃশংসভাবে মারধরে হাসপাতালে যুবক! খাস কলকাতার বিডন স্ট্রিটে যুব তৃণমূলের ‘কোন্দলে’ রক্তারক্তি

রাজ্য বিজেপির অন্দরমহলে এখন সাজোসাজো রব। পুরনো নেতৃত্বকে সরিয়ে শমীক ভট্টাচার্যর নেতৃত্বে দল কি নতুন করে সংগঠন মজবুত করার পথে হাঁটবে? বিধানসভা ভোটের আগে যেভাবে রাজ্যে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে শমীককেই কি নতুন ঘুঁটি হিসেবে তুলে আনছে দিল্লি?

তবে সব জল্পনার অবসান ঘটবে দলীয় ঘোষণার পরেই। আপাতত রাজনীতির অলিন্দে ঘুরছে একটাই নাম—শমীক ভট্টাচার্য।

এই মুহূর্তে

আরও পড়ুন