spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeদক্ষিণবঙ্গHowrah: রাস্তার দু’ধারে পড়ে রয়েছে দেহ, ভেসে যাচ্ছে রক্ত; এ কি কাণ্ড...

Howrah: রাস্তার দু’ধারে পড়ে রয়েছে দেহ, ভেসে যাচ্ছে রক্ত; এ কি কাণ্ড উলুবেড়িয়াতে

স্থানীয় সূত্রে খবর, ওই দুই যুবক দীর্ঘক্ষণ আমতা রোডেই পড়েছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। জানা গিয়েছে, শুক্রবার রাত্রি এগারোটার সময় ঘটনাটি ঘটেছে। তবে কোন গাড়ি তাঁদের চাপা দিয়েছে তা এখনও জানতে পারা যায়নি। পুলিশ তদন্ত করছে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া আমতা রোডে।

আরও পড়ুনঃ বিজ্ঞানীরা অনেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধির জন্য বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করেছেন; কিন্তু কেন?

স্থানীয় সূত্রে খবর, ওই দুই যুবক দীর্ঘক্ষণ আমতা রোডেই পড়েছিল। পরে তাঁদের দেহ উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছয় ময়না তদন্তের জন্য। পুলিশ মৃত দুই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। কীভাবে ঘটনাটি ঘটলো তা আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানার চেষ্টা করছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেই সময় অন্ধকারে প্রথমে দেখি একটি বাইক পড়ে রয়েছে। আমি আর আমার বন্ধু তুলতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি দুজন ছেলে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুরো রাস্তায় রক্ত ভর্তি হয়ে গিয়েছে। রক্ত ভেসে যাচ্ছে। কোনও ভাবে হয়ত এই ঘটনা ঘটেছে। বা কেউ চাপা দিয়ে চলে গেছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এই ছেলেগুলো কারা তাদের কোনও নাম-পরিচয় পাওয়া যায়নি।”

আরও পড়ুনঃ ট্রাম্পের নয়া নির্দেশিকা! মধুমেহ, স্থূলত্ব থাকলে মার্কিন ভিসা নয়

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতাতেও বড়সড় দুর্ঘটনা ঘটে। রাজারহাটের খাড়োয়া খাল এলাকায় যাত্রীবাসী ওই বেসরকারি বাসটি পড়ে যায় খালে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেষারেষি করতে গিয়ে বাসটি পড়ে যায় খালের জলে।

দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজ শুরু করেন। আসে রাজারহাট থানার পুলিশ। প্রায় চল্লিশ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন