Wednesday, 23 July, 2025
23 July, 25
Homeউত্তরবঙ্গMainaguri: জলপাইগুড়ির রাস্তায় ‘শান্ত স্বভাবের’ প্রৌঢ়ের নলি কাটা দেহ! ভাবাচ্ছে স্থানীয়দের

Mainaguri: জলপাইগুড়ির রাস্তায় ‘শান্ত স্বভাবের’ প্রৌঢ়ের নলি কাটা দেহ! ভাবাচ্ছে স্থানীয়দের

মৃতের নাম অমল রায় (৫০)। তাঁর মৃত্যু ঘিরেই ঘনাচ্ছে রহস্য।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

জলপাইগুড়ির ময়নাগুড়ি রোড এলাকায় গলার নলি কাটা এক মাঝ বয়সী ব্যাক্তির দেহ উদ্ধার। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেহটি দেখতে খবর দেন পরিবারে। শোরগোল শুরু হতেই খবর চলে যায় পুলিশের কাছে। ময়নাগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের নাম অমল রায় (৫০)। তাঁর মৃত্যু ঘিরেই ঘনাচ্ছে রহস্য।

আরও পড়ুনঃ “রাখে হরি তো মারে কে”! আচমকা আসা হড়পা বানে উদ্ধার তিন শ্রমিক

স্থানীয় বাসিন্দা নিত্যানন্দ রায়, নিতাই বর্মনরা বলছেন, দেহটি গলার নলি কাটা অবস্থায় পড়ে ছিল। দেখে মনে হচ্ছে খুন করে নয়ানজুলিতে ফেলে রাখা হয়েছে। অমলবাবু স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তিনি শান্ত স্বভাবের। কারও সঙ্গে শত্রুতাও ছিল না বলে জানাচ্ছেন এলাকার লোকজন। তাহলে কে এভাবে তাঁকে খুনে করে চলে গেল তা ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। চাপানউতোর চলছে এলাকায়।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে নতুন ‘বিপদ’, উধাও ২০ লক্ষ টাকা; রাত হলেই বেরিয়ে পড়ছে গ্যাস কাটার নিয়ে

মৃতের ভাই কমল রায় বলছেন, তাঁর দাদা বেশ কয়েক বছর আগেই তাদের বাড়ি ছেড়ে চলে যান। শ্বশুরবাড়ির কাছে বাড়ি তৈরি করে থাকছিলেন। তাঁর দাবি বৌদির সঙ্গে দাদার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। এমনকী দাদার দেহ উদ্ধারের খবর তাঁদের জানায়নি বৌদি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনে তিনি থানায় এসেছেন। এখন দেখার পুলিশে তদন্তের জল কতদূর গড়ায়। ইতিমধ্যেই অমলবাবুর স্ত্রী ও মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন