Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশDelhi: দিল্লিতে চারতলা বাড়ি ভেঙে পড়ল বৃষ্টিতে! অন্তত চার জনের মৃত্যু

Delhi: দিল্লিতে চারতলা বাড়ি ভেঙে পড়ল বৃষ্টিতে! অন্তত চার জনের মৃত্যু

প্রবল বৃষ্টিতে চারতলা বাড়ি ভেঙে পড়ল দিল্লিতে। বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রবল বৃষ্টিতে চারতলা বাড়ি ভেঙে পড়ল দিল্লিতে। বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিলেন। অন্তত চার জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। উদ্ধারকাজ চলছে। এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে আছেন বলে আশঙ্কা। পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ঘটনাস্থলে আছেন।

আরও পড়ুন: ‘সারাজীবন মর্নিং ওয়াক করলেও ভালবাসা হবে না, বিয়েও হবে না…’, জন্মদিনের দিন কেন এ কথা বললেন দিলীপ

উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকার ঘটনা। সংবাদ সংস্থা এএনআইকে দিল্লি পুলিশের সহকারী ডিসি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, রাত ৩টে নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। ডিসিপির কথায়, ‘‘১৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। চারতলা বাড়ি ছিল। উদ্ধারকাজ চলছে। আমাদের ধারণা, এখনও ৮ থেকে ১০ জন ভিতরে আটকে আছেন।’’ দিল্লির দমকল বিভাগের আধিকারিক রাজেন্দ্র আটওয়াল বলেন, ‘‘রাত ২টো ৫০ মিনিট নাগাদ আমরা একটা বাড়ি ভেঙে পড়ার খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখি, একটা চারতলা বাড়ি ভেঙে পড়েছে। অনেকে ধ্বংসস্তূপে আটকে আছেন। দমকল কাজ করছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজ চালাচ্ছে।’’

আরও পড়ুন: দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার, চলল গুলি

বাড়িটি ভেঙে পড়ার মুহূর্ত ধরা পড়েছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজে। সেই ভিডিয়ো প্রকাশ করেছে এএনআই। তাতে দেখা গিয়েছে, কী ভাবে শুনশান রাতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বহুতল। ঘটনার অভিঘাতে গোটা এলাকায় ধুলো ছড়িয়ে পড়ে। চারদিক অস্পষ্ট হয়ে যায় (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গবার্তা )

গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর শুক্রবার থেকে দিল্লিতে আচমকা আবহাওয়ার পরিবর্তন হয়েছে। চলছে অনবরত বৃষ্টি এবং বজ্রপাত। টানা বৃষ্টির কারণেই চারতলা বাড়িটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন