Tuesday, 19 August, 2025
19 August, 25
HomeহুগলীBula Chowdhury: বড় সাফল্য রাজ্য পুলিশের; সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’...

Bula Chowdhury: বড় সাফল্য রাজ্য পুলিশের; সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ উদ্ধার, আটক ১

বড় সাফল্য রাজ্য পুলিশের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বড় সাফল্য রাজ্য পুলিশের। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া ‘পদ্মশ্রী’ পদক উদ্ধার করল হুগলি জেলা পুলিশ। ইতিমধ্যেই এক অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে সে নিজের দোষ মেনে নিয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার হয়েছে পদক-সহ একাধিক চুরি যাওয়া জিনিস। পদক ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বুলা।

পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা অভিযান কীভাবে চালানো হল এবং এত দ্রুত কীভাবে পদক উদ্ধার সম্ভব হল, রবিবার সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুনঃ রীতিমত সংগ্রাম, লড়াই করেই নিজের জায়গা করে নিয়েছেন দেবী মনসা

গত বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা হামলা চালায় হুগলির হিন্দমোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়িতে। বাড়িটি ফাঁকাই থাকে, কারণ প্রাক্তন বিশ্বরেকর্ডধারী সাঁতারু বর্তমানে সপরিবারে দক্ষিণ কলকাতার কসবার ফ্ল্যাটে থাকেন। হিন্দমোটরের বাড়িটি দেখাশোনা করেন তাঁর ভাই মিলন চৌধুরী।

শুক্রবার স্বাধীনতা দিবসের ছুটিতে বাড়িতে গিয়ে চমকে ওঠেন মিলনবাবু। তিনি দেখেন, পিছনের গেট ভাঙা, ঘরের দরজা-জানলা লণ্ডভণ্ড। হারিয়ে গিয়েছে বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক, বিভিন্ন মেডেল ও স্মারক। এমনকি বাথরুমের কল থেকে ঠাকুরঘরের সামগ্রী, লক্ষ্মীর ভাঁড়, সবই খোয়া যায়। সঙ্গে সঙ্গেই তিনি উত্তরপাড়া থানায় অভিযোগ জানান।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীর পরের দিন ‘দহি হাণ্ডি’, আর্থিক ক্ষতির সমূহ সম্ভাবনা এই তিন রাশির

এহেন গুরুতর ঘটনার তদন্তভার শনিবার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। তারা বুলার বাড়ি থেকে বেশ কিছু নথি সংগ্রহ করে। পাশাপাশি উত্তরপাড়া থানার পুলিশ একাধিক দুষ্কৃতীকে আটক করে। তাদের মধ্যেই একজন জেরায় দোষ স্বীকার করে। সেই সূত্রে রাতভর অভিযান চালিয়ে প্রায় সব চুরি যাওয়া জিনিসই উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ মায়ের পুজোয় আমিষ ভোগ! এই রাজবাড়ির মনসা পুজো ঘিরে মেলা, ছুটি স্কুল-কলেজও

৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া পদ্মশ্রী পদক উদ্ধারে উচ্ছ্বসিত ক্রীড়াজগত ও বিশিষ্ট মহল। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, শান্তিনিকেতন থেকে চুরি যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক এখনও উদ্ধার করতে পারেনি সিবিআই। সেখানে রাজ্য পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয় বলে মন্তব্য বিশেষজ্ঞদের।

এই মুহূর্তে

আরও পড়ুন