বর্তমান সরকার মাধ্যমিক পরীক্ষায় বানান ভুল লিখলেও নম্বর কাটে না। বীরভূমের আইসিকে গালমন্দ করার পর অনুব্রত মণ্ডল যে ক্ষমা চিঠিটি লিখেছেন, তাতে কত নম্বর কাটা যাবে সেটাই ভাববার ব্যাপার।
দুপুরে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ বঙ্গবার্তাকে বলেন, ‘‘মিস্টার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ২২৪ (সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি), ১৩২ (সরকারি কর্মচারীকে হেনস্থা), ৭৫ (শ্লীলতাহানি ও হেনস্থা) এবং ৩৫১ (হুমকি) ধারায় মামলা রুজু হয়েছে।’’