Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeদেশBHIM Transaction: মিলবে ইনসেনটিভ! প্রকল্প শুরু কেন্দ্র সরকারের

BHIM Transaction: মিলবে ইনসেনটিভ! প্রকল্প শুরু কেন্দ্র সরকারের

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর কেন্দ্রের। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই তাঁদের জন্য বিশেষ ইনসেনটিভ ঘোষণা করল মোদি সরকার। জানা গিয়েছে, BHIM-UPI মাধ্যমে লেনদেন করলে প্রত্যেক লেনদেন পিছু নির্দিষ্ট অঙ্কের ইনসেনটিভ দেওয়া হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের। তবে বড় ব্যবসায়ীরা এই ইনসেনটিভ প্রকল্পের আওতায় পড়বেন না।

আরও পড়ুন: বাড়বে বেকারত্ব! মানুষকে টপকে যাবে AI

বুধবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানেই পাশ হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ইনসেনটিভ দেওয়ার নতুন প্রকল্প। তার জন্য অন্তত ১৫০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই নতুন প্রকল্পের ঘোষণা করেন। তারপর এক্স হ্যান্ডেলে এই প্রকল্পকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল লেনদেনে উৎসাহ আরও বাড়বে। তার জেরে জীবনযাত্রাও অনেক সহজ হবে। কম অঙ্কের লেনদেন করতেও আমজনতা যেন ইউপিআই ব্যবহার করেন, সেই প্রচার করতেই ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্তে সম্মত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

আরও পড়ুন: হোডিং করতে হবে বাংলায়! নির্দেশ পুরসভার

ঠিক কীভাবে উপকৃত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা? কেন্দ্রের নয়া পরিকল্পনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই ইনসেনটিভ মিলবে। লেনদেনের অঙ্ক তার থেকে বেশি হলে সেটা ইনসেনটিভের আওতায় পড়বে না। ২ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক লেনদেনের ০.১৫ শতাংশ অর্থ ইনসেনটিভ হিসাবে দেওয়া হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের। তাঁরা ইউপিআই লেনদেন করতে পারবেন বিনামূল্যে। উলটে তাঁদের পকেটে আসবে কেন্দ্রের দেওয়া ইনসেনটিভ। বুধবার থেকেই এই সুবিধা পেতে চলেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, এমনটাই জানা গিয়েছে। যদিও অনেকের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ইউপিআই লেনদেনের পরিমাণ বাড়বে। এবং সেই লেনদেন পরিচালনার খরচ বহন করতে হবে ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক সংস্থাগুলিকে, যেটা বেশ কষ্টকর।

এই মুহূর্তে

আরও পড়ুন