Monday, 3 November, 2025
3 November
Homeরাজ্যAmit Shah: ‘সরকার পাল্টে দিন, বাংলায় অনুপ্রবেশ বন্ধ করব’! হুঙ্কার শাহের, কটাক্ষ...

Amit Shah: ‘সরকার পাল্টে দিন, বাংলায় অনুপ্রবেশ বন্ধ করব’! হুঙ্কার শাহের, কটাক্ষ মমতাকে

শাহের আহ্বান, ‘‘বাংলার ভোটারদের বলছি, অনুপ্রবেশ যদি বন্ধ করতে চান, তবে সরকার পাল্টে দিন।’’

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) হবে। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার একটি হিন্দি চ্যানেলের অনুষ্ঠানে এসে আবার সেই কথাই স্পষ্ট করলেন তিনি। বাংলার ভোটারদের উদ্দেশে শাহের আবেদন, ‘‘সরকার বদল করে দিন, অনুপ্রবেশ বন্ধ করে দেবে বিজেপি সরকার!’’ শুধু তা-ই নয়, এসআইআর নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ বাগানে দীপাবলি! রুদ্ধশ্বাস টানটান ম্যাচ; ২২ বছর পর শিল্ড সবুজ-মেরুনের

এসআইআর নিয়ে বিরোধীদের একের পর এক তোপ দাগেন শাহ। সেই প্রসঙ্গেই উঠে এসেছে এ রাজ্যে এসআইআরের বিষয়টি। শাহের আহ্বান, ‘‘বাংলার ভোটারদের বলছি, অনুপ্রবেশ যদি বন্ধ করতে চান, তবে সরকার পাল্টে দিন। আমরা অনুপ্রবেশ বন্ধ করে দেব।’’ বিহারের এসআইআর নিয়ে বিরোধীরা বার বার আক্রমণ শানিয়েছে নরেন্দ্র মোদী সরকার এবং নির্বাচন কমিশনকে। দাবি, এসআইআর করে ‘বৈধ’ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটে জিততে এসআইআর-কে হাতিয়ার করছে বিজেপি এবং তার সঙ্গীরা।

বিজেপির দাবি, এসআইআর-এর উদ্দেশ্য, অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। শাহ আবারও সেই দাবি নিয়ে সরব হলেন। তিনি বলেন, ‘‘গণতন্ত্রের মূলনীতি নির্বাচন। এসআইআর করে কমিশন যদি ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের তাড়ায়, তবে ওদের (বিরোধীদের) পেটে কেন ব্যথা হচ্ছে?’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, ‘‘যাঁরা ভারতের নাগরিকই নন, তাঁরা কী ভাবে ভোটার হতে পারেন? দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যগুলির মুখ্যমন্ত্রী কে হবেন, তা কি বিদেশিরা ঠিক করবেন?’’ শাহের দাবি, ‘‘ক্ষমতায় টিকে থাকতেই অনুপ্রবেশকারী ভোটব্যাঙ্ককে কাজে লাগাতে চাইছে।’’

আরও পড়ুনঃ দুর্গোৎসব, বিজয়ার আমেজ কাটতে না কাটতেই বঙ্গে শুরু শক্তি আরাধনা; শ্যামা আরাধনায় মেতেছে কালীক্ষেত্র কলকাতা

মমতা বার বার দাবি করেন, বাংলায় এসআইআর করতে দেবেন না! এসআইআর নিয়ে বার বার কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

এসআইআরে ‘বৈধ’ ভোটারের নাম বাদ গেলে দিল্লির নির্বাচন সদন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মমতা। সেই দাবি প্রসঙ্গে শাহ আগেই বলেছিলেন, ‘‘বিহারে এসআইআরের সময়েও এমন অনেক কিছু বলা হয়েছিল। বিহারে এসআইআর হয়েছে। পশ্চিমবঙ্গেও হবে।’’ আবার তাঁকে মমতার দাবি নিয়ে প্রশ্ন করা হলে শাহের কটাক্ষ, ‘‘মমতা তো সংবিধানের উপরে বাস করেন। আমরা সংবিধানের মধ্যে থেকে কাজ করি।’’

এই মুহূর্তে

আরও পড়ুন