Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গSiliguri: গাড়িতে গাড়িতে ধাক্কা, সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ; উত্তেজনা শিলিগুড়ির সেবক রোডে

Siliguri: গাড়িতে গাড়িতে ধাক্কা, সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ; উত্তেজনা শিলিগুড়ির সেবক রোডে

সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

একটি গাড়ির পিছনে অন্য গাড়ির ধাক্কা। আর তাকে কেন্দ্র করেই উত্তেজনা শিলিগুড়ির সেবক রোডে। দুই সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল। অন্যদিকে, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারাও ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে সরব হন। সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগে রাস্তা অবরোধ করেন। প্রায় ঘণ্টা তিনেক যান চলাচল বন্ধ থাকে সেবক রোডে।

আরও পড়ুনঃ অনুশোচনার ছাপ নেই, অসভ্য আচরণ; ফের বিপাকে সঞ্জয়

আইনজীবীর দাবি, তাঁর স্ত্রীর ভিডিয়ো করতে শুরু করেন সিভিক ভলান্টিয়ার। অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ। এ নিয়ে সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে বচসা শুরু হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ, পুলিশের সামনে দুই সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয়। জামা ছিঁড়ে দেওয়া হয়। অন্যদিকে, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হামলা চালানোর অভিযোগ করেন আইনজীবী। তিনি বলেন, পুলিশের হস্তক্ষেপে একজন সিভিক ভলান্টিয়ার এসে যখন তাঁদের কাছে ক্ষমা চাইছিলেন, তখন অন্য এক মদ্যপ সিভিক ভলান্টিয়ার এসে হামলা চালান।

আরও পড়ুনঃ ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ! রান্নার গ্যাসে বিরাট ভর্তুকির ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার

স্থানীয় বাসিন্দারা আইনজীবীর পাশে দাঁড়ান। তাঁরাও ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরপরই রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। যানজট হয়। ঘণ্টাতিনেক ধরে চলে বিক্ষোভ। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন