Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গMamta Banerjee: সাড়ে সাতটা নাগাদ বোলপুরের রাঙাবিতানে মমতা

Mamta Banerjee: সাড়ে সাতটা নাগাদ বোলপুরের রাঙাবিতানে মমতা

তিনটেয় ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে শামিল হবেন পদযাত্রায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

‘ভাষা আন্দোলনে’র নেতৃত্ব দিতে বোলপুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা নাগাদ রাঙাবিতান পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান কোর কমিটির সদস্যরা। পথে কয়েকজন উপহার দেন একটি ছবি। আগামিকাল, সোমবার বেলা ১ টায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তিনটেয় ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে শামিল হবেন পদযাত্রায়।

আরও পড়ুনঃ আর কেউ আটকানোর নেই, কর্মী ছাঁটাই নিয়ে কার্যত ‘নিশ্চিত’

২১ জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগানো, নির্যাতনের বিরুদ্ধে পথে নামবেন তিনি। আগামিকাল বোলপুরের মাটি থেকে আন্দোলন শুরু করবেন মমতা। তাই রবিবার বিকেলেই কলকাতা থেকে সড়কপথে বীরভূমের উদ্দেশে রওনা হন তিনি। পথে হুগলিতে দেখা করে দলের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে। হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান তিনি। এদিকে ডানকুনি টোল প্লাজার কাছে প্রিয় নেত্রীকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনেকে। তাঁদেরও নিরাশ করেননি মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ সফল পরীক্ষা, ইতিহাস গড়ল ভারতীয় রেল

এরপর ঘড়ির কাঁটায় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বোলপুর পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে একঝলক দেখা করতে অপেক্ষা করছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যেই কয়েকজন মুখ্যমন্ত্রীর হাতে উপহার স্বরূপ তুলে দেন একটি ছবি। জানা গিয়েছে,  আগামিকাল, সোমবার বেলা ১ টায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তিনটেয় ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে শামিল হবেন পদযাত্রায়। ৪ কিলোমিটার মিছিল করবেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন