Wednesday, 5 November, 2025
5 November
Homeরাজ্যJhargram: বৃহস্পতিবার এক সিভিক অ্যাকশন প্রোগ্রাম ওড়োতে অনুষ্ঠিত

Jhargram: বৃহস্পতিবার এক সিভিক অ্যাকশন প্রোগ্রাম ওড়োতে অনুষ্ঠিত

স্বনির্ভরতার লক্ষ্যে ও জনসংযোগ কর্মসূচি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দিলীপ মান্ডি, ঝাড়গ্রাম:

সিআরপিএফ এর ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে বৃহস্পতিবার এক সিভিক অ্যাকশন প্রোগ্রাম ওড়োতে অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিটি জাম্বনী ব্লকের জাম্বনী থানার অন্তর্গত ওড়োতে সকাল থেকে দুপুর অবধি চলে। জাম্বনী থানার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় সিআরপিএফ এর এই ক্যাম্পটি রয়েছে।

আরও পড়ুন: Jhargram: ঝাড়গ্রাম জেলা জাম্বনী ব্লকের ওড়োতে দৌড় প্রতিযোগিতা

ওড়ো ১৮৪ নং সিআরপিএফ ব্যাটেলিয়ন এর উদ্যোগে এলাকার মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ও জনসংযোগ কর্মসূচিকে মাথায় রেখে ১৭ জন মহিলাকে ১৫ দিনের সেলাই এর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে মহিলাদের হাতে সেলাই প্রশিক্ষনের শংসাপত্র তুলে দেন সিআরপিএফ ব্যাটেলিয়ন এর কমান্ড্যান্ট প্রবীণ কুমার ত্রিপাঠী।

এছাড়াও এদিন পার্শ্ববর্তী এলাকার তরুণদের নিয়ে ৮ টি টিমের এক ফুটবল প্রতিযোগিতা হয়। এই ফুটবল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেগাড়িয়া মিলন মালা ক্লাব।

আরও পড়ুন: Trinamul Congress: অন্তর্দ্বন্দ্বের মধ্যে নেতাজী ইন্ডোরে আজ তৃণমূলের সভা

পুরস্কার হিসেবে প্রথম স্থানাধিকারদলকে ট্রফি, জার্সি ,বল ও বুট দেওয়া হয়। এবং দ্বিতীয় স্থান অধিকারী করে গুইয়াড়া সিধু কানু ক্লাব। এদেরকেও  ট্রফি ,জার্সি ও বল দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৮৪  নং সিআরপিএফ ব্যাটেলিয়ন এর কমান্ড্যান্ট প্রবীণ কুমার ত্রিপাঠী সহ সিআরপিএফ ব্যাটেলিয়ন এর অন্যান্য আধিকারিকগ।

এই মুহূর্তে

আরও পড়ুন