Monday, 7 July, 2025
7 July, 2025
Homeউত্তরবঙ্গNRC: ফের এনআরসি আতঙ্ক! নোটিস পেলেন কোচবিহারের বাসিন্দা

NRC: ফের এনআরসি আতঙ্ক! নোটিস পেলেন কোচবিহারের বাসিন্দা

ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ফের বাংলায় এনআরসি আতঙ্ক! অসম সরকারের তরফে পাঠানো নোটিস পেলেন কোচবিহারের বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ঘটনার নিন্দার সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। কেন নোটিস পেলেন, ভেবেই কুলকিনারা পাচ্ছেন না ওই ব্যক্তি।

আরও পড়ুন: ‘সুবিধা বুঝে নয়, সন্ত্রাসের নিন্দা করাই নীতি হওয়া উচিত’, বিশ্বকে বার্তা নমোর

ঘটনার সূত্রপাত জানুয়ারি মাসে। ওই সময় ডাকযোগে একটি চিঠি পান কোচবিহার জেলার সীমান্ত এলাকার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসী। প্রথমে তিনি বিষয়টা বুঝতে পারেননি। পরবর্তীতে জানতে পারেন, ওই চিঠি এনআরসির নোটিস। যা পাঠানো হয়েছে গুয়াহাটি থেকে। এরপরই প্রশাসনের দ্বারস্থ হন তিনি। জানা যাচ্ছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ওই ব্যক্তিকে অসমের কামরূপে জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে রাখতে হবে ভারতীয় হওয়ার প্রমাণপত্র। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে তিনি। কিন্তু ওই ব্যক্তির সঙ্গে অসমের কোনওরকম যোগ নেই বলেই দাবি। এই ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত বলেই দাবি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।

আরও পড়ুন: অভয়া কাণ্ডের এক বছর, অভিশপ্ত দিনে নবান্ন অভিযানের ডাক পরিবারের

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ আগস্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। যাতে বাদ গিয়েছে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন মানুষের নাম। চূড়ান্ত তালিকায় ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪জন ঠাঁই পেয়েছেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যায় অসমের বাসিন্দা বহু হিন্দুর নামও এই তালিকা থেকে বাদ গিয়েছে। বিশেষ করে বরাক উপত্যকার বহু হিন্দু বাসিন্দার নাম নাগরিকপঞ্জির (NRC)চূড়ান্ত তালিকায় নেই। আবার যাদের তথাকথিত অনুপ্রবেশকারী বলা হচ্ছে, এমন বহু মুসলিমের নাম তালিকায় ঢুকে পড়েছিল। সেই জল গড়িয়েছে অনেকদূর। কয়েকবছরের ব্যবধানে আচমকা কোচবিহারের বাসিন্দাকে নোটিসের ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল।

এই মুহূর্তে

আরও পড়ুন