বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার সকালে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। তা ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে।
আরও পড়ুনঃ বাপহারা শিশু, এক ছোট ছেলের প্রতিমা! সুন্দরবনের রক্ষক বনবিবি
২৫ অক্টোবর, শনিবারের মধ্যে নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে নিম্নচাপের আকার নেবে। ২৬ তারিখ তা আরও ঘনীভূত হয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। এর পর তা থেকেই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। নিম্নচাপ অঞ্চলের গতিবিধির দিকে নজর রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার হাওয়া অফিস থেকে যে বিশেষ বুলেটিন দেওয়া হয়েছে, তাতে ঘূর্ণিঝড় তৈরির কথা রয়েছে। দক্ষিণ আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আবহবিদেরা। গত কয়েক ঘণ্টায় ধীরে ধীরে তা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। ২৭ অক্টোবর সোমবার সকালের মধ্যে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। তার পর তার গতিবিধি কেমন হবে, কোন দিকে এগোবে, এখনও সে বিষয়ে নিশ্চিত নন আবহবিদেরা। ফলে পশ্চিমবঙ্গের উপর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি না, তা এখন বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ দেবী হৈমন্তিকার জন্ম হল কৃষ্ণনগরে, দাপট চন্দননগরে! কিন্তু কেন?
এমনিতে সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার দক্ষিণ ২৪, পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে। কলকাতা ভিজবে বুধবার থেকে। তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপ্রকৃতির উপর পরবর্তী পূর্বাভাস নির্ভর করবে। ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হয়, তা আদৌ বাংলার উপকূলের দিকে এগিয়ে আসে কি না, সে দিকে নজর রাখা হচ্ছে।
গত কয়েক দিনে রাজ্যে বৃষ্টি নেই। তাপমাত্রাও খুব একটা কমেনি। ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে কলকাতা-সহ অনেক জেলাতেই। তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশের উপকূলে আরও একটি নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল। তার প্রভাব এ রাজ্যে পড়েনি। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনায় মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে শনিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরেও মোটের উপর আবহাওয়া থাকবে শুকনো।





