আগ্নেয়াস্ত্র দিয়ে মালিকের মাথা ফাটিয়ে, হাত বেঁধে সোনার দোকানে ডাকাতির অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডানকুনির টি এন মুখার্জি রোডে।
আরও পড়ুনঃ সাদা পোশাক, আট ঘণ্টা শ্রম, মাসে ৫২৪ টাকা; কয়েদি নম্বর ১৫৫২৮
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে পাঁচ জন। ক্রেতাদের ভিড়ে মিশে গয়না দেখতে শুরু করেন। অভিযোগ, আচমকাই তাঁদের মধ্যে একজন ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বার করে। দোকানের মালিক বাধা দিতে গেলে, আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এরপর ক্রেতাদের আলাদা করে দোকান মালিক ও কর্মীদের বেঁধে রেখে চলতে থাকে লুঠপাট। কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে চম্পট দেয় পাঁচ জনের দুষ্কৃতী দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ।
আরও পড়ুনঃ ৫০০ কিলোমিটার পথ ১২৭ মিনিটেই! সময়ের অপেক্ষা; ছুটবে বুলেট ট্রেন
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’জনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। দিনেদুপুরে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দোকানে আসা ক্রেতারা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “কেউ এক ফোঁটাও আঁচ করতে পারেনি। প্রথমে ওরা তো গয়না দেখছিল। হঠ্ করে দেখি একজন চিৎকার করছেন। তারপরই মাথা ঘুরিয়ে দেখিয়ে দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকানো। ততক্ষণে ভয়ে আমাদের হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে।” সম্প্রতি শিলিগুড়িতে পরপর দুবার সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। পরে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের গ্রেফতারও করে পুলিশ।