Tuesday, 22 July, 2025
22 July, 25
HomeকলকাতাDum Dum: দুপুর থেকেই দুর্গন্ধ! দমদমে পরিত্যক্ত স্কুল থেকেই উঁকি দিতেই থ...

Dum Dum: দুপুর থেকেই দুর্গন্ধ! দমদমে পরিত্যক্ত স্কুল থেকেই উঁকি দিতেই থ এলাকার লোকজন

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দমদম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এনসি গার্ডেন রোডে। এখানেই রয়েছে ওই স্কুল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পরিত্যক্ত স্কুল থেকে উদ্ধার হল বৃদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দমদম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এনসি গার্ডেন রোডে। এখানেই রয়েছে ওই স্কুল। সেখান থেকেই উদ্ধার হয়েছে সুপর্ণা ধর নামে বছর সাতান্নর এক বৃদ্ধার দেহ। ‘টাইনি টট’ নামে স্কুলটি যে খুব বেশি দিন বন্ধ হয়েছে এমনটা নয়! গত নভেম্বর মাসে এটি বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ঘুরেফিরে আসে স্মৃতি; ভুলতে পারছেন না প্রাক্তনকে!

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন থেকেই স্কুলের ভবনে একাই থাকতেন সুপর্ণা দেবী। তবে বেশ কিছুদিন থেকেই নাকি তাঁকে এলাকায় দেখা যায়নি। তবে তিনি আবার অন্য একটি সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন বলে খবর। তার কাজে প্রায়শই বাইরে যেতেন। স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন সেই কাজেই হয়তো তিনি বাইরে গিয়েছেন। তাই তিনি শুরুতে খুব একটা গুরুত্ব দেননি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এদিন দুপুর থেকে আচনকা ওই স্কুল ভবনের ভিতর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। তাতেই সন্দেহ বাড়তে থাকে। বিকাল চারটে নাগাদ খবর দেওয়া হয় নাগেরবাজার থানায়। প্রথমে এলাকায় আসে ঘুঘুডঙ্গা ফাঁড়ির পুলিশ। নাগেরবাজার থানার পুলিশ এসে সন্ধ্যার সময় মৃতদেহ উদ্ধার করে।

আরও পুড়ুনঃ কাল রবিবার, ইলিশ দিয়ে বানিয়ে ফেলুন বিরিয়ানি

তবে কীভাবে ওই ওই মহিলার মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ অনেকটা পরিষ্কার হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোদ করার চেষ্টা চালাচ্ছে। কথা বলছ এলাকার বাসিন্দাদের সঙ্গেও।

এই মুহূর্তে

আরও পড়ুন