Sunday, 3 August, 2025
3 August, 25
Homeরাজ্যKolkata: শিয়ালদহ ডিআরএম অফিসে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এর নিকট ডেপুটেশন

Kolkata: শিয়ালদহ ডিআরএম অফিসে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এর নিকট ডেপুটেশন

আইনবিরুদ্ধ এই নোটিসের বিরুদ্ধে বক্তব্য

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ নাগরিক প্রতিরোধ মঞ্চ কলকাতা শাখার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের উদ্যোগে কাশিপুর-ঘোষবাগান অঞ্চলে অবস্থিত 50 নম্বর এলাকার IW Back রেল কলোনির বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে শিয়ালদহ ডিআরএম অফিসে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এর নিকট ডেপুটেশন দেওয়া হয়।

আরও পড়ুন: Siliguri: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ

প্রথমে শিয়ালদহ ইএসআই হাসপাতালের সামনে কয়েক শতাধিক মানুষ সমবেত হয়ে সুশৃংখল মিছিল সহকারে ডিআরএম অফিসের সামনে উপস্থিত হন। সেখানে উপস্থিত আরপিএফ বাহিনী বাধা দিলে গেটের সামনেই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

এই বিক্ষোভ সভা থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল মঞ্চের অন্যতম নেতৃত্ব ও প্রাক্তন এম পি ডাক্তার তরুণ মন্ডল, বিশিষ্ট শ্রমিক নেতা শ্রী শান্তি ঘোষ ও অধ্যাপক মেঘবরণ হাইতির নেতৃত্বে ডেপুটেশন দিতে যায়।

সেখানে রেল আধিকারিক উচ্ছেদের পক্ষে বক্তব্য রাখলে প্রতিনিধি দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।

ডাক্তার মন্ডল জোরালো ভাবে অনৈতিক, আইনবিরুদ্ধ এই নোটিসের বিরুদ্ধে বক্তব্য রাখেন। তিনি আধিকারিক কে থামিয়ে বলেন,” এটা যোগী বা মোদি রাজ্য পাননি, যে দশ দিনের নোটিসে উচ্ছেদ করবেন। রেলের উন্নয়নে যদি মানুষকে সরাতেও হয়, তাহলে আইনি পথেই, মানবিক দৃষ্টিভঙ্গিতেই তা করতে হবে।”

শ্রী ঘোষ হুঁশিয়ারি দেন উপযুক্ত পুনর্বাসন ও জীবিকার সংস্থান ছাড়া যদি এই উচ্ছেদের জন্য রেল সক্রিয় হয় তবে এর বিরুদ্ধে তীব্রতর আন্দোলন গড়ে উঠবে এবং রক্তক্ষয়ী আন্দোলন চলবে।

আরও পড়ুন: Siliguri: ক্রিকেট মাঠে বিধায়ক, বিশালয় প্রিমিয়ার লিগের উদ্বোধনে শংকর ঘোষ

অধ্যাপক হাইতি জোরালো প্রতিবাদ জানান যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই সময়ে এই নোটিশ ও হুমকি পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি করছে বা কারও কিছু হলে রেল কর্তৃপক্ষ দায় নেবেন তো? এই ডেপুটেশন শেষে সকলে সুশৃংখল ভাবে ফিরে যান এবং এলাকায় ফিরে আন্দোলনের জন্য প্রস্তুতি শুরু করেন।

এই মুহূর্তে

আরও পড়ুন