spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeদক্ষিণবঙ্গBikash Bhavan: এটাই কি বাংলা; ফুল মার্কস পেয়েও ইন্টারভিউয়ে ডাক মেলেনি! রণক্ষেত্র...

Bikash Bhavan: এটাই কি বাংলা; ফুল মার্কস পেয়েও ইন্টারভিউয়ে ডাক মেলেনি! রণক্ষেত্র বিকাশভবন চত্বর

সোমবার সন্ধ্যায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে বিকাশ ভবন চত্বরে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এসএসসির নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষায় ফুল মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক মেলেনি।! এবার দুর্নীতির অভিযোগ তুলে বিকাশভবন ঘেরাও করলেন নতুন চাকরিপ্রার্থীরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে প্রচুর পুলিশ।

আরও পড়ুনঃ রোজগার কম, মানুষের হাতে টাকা কম, ফ্রি-তে রেশন; ভাড়া বাড়ছে অটোর! জারি নয়া নির্দেশিকা

আন্দোলনকারীদের জোর করে করুণাময়ী মেট্রো স্টেশনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি বিকাশভবন চত্বরে। আন্দোলনকারীদের দাবি, ১ লক্ষ শূন্যপদ বাড়িয়ে সকলকে নিয়োগ করতে হবে। পুলিশের যুক্তি, “অনুমতি ছাড়া এভাবে রাস্তায় নেমে আন্দোলন করা যায় না। নিয়ম মেনে আমাদের যা পদক্ষেপ করার করছি।”

নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ হাসিনা রায়ে পদ্মাপারে উত্তেজনা, খুন, থানায় বোমাবাজি,‌ জখম পুলিশ

সেই মতো পরীক্ষা হয়। ফলাফলও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নতুন যারা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা পরীক্ষায় পুরো নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। কারণ, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার জন্য যোগ করা হয়েছে ১০ নম্বর। যা নতুন চাকরিপ্রার্থীদের মধ্যে কেউই পাননি। ফলে তাঁরা মোট যে নম্বরের পরীক্ষা দিয়েছেন কাটঅফ মার্কস দাঁড়িয়েছে তার থেকে বেশি।

এরই প্রতিবাদে, দুনীর্তির অভিযোগ তুলে নতুন চাকরিপ্রার্থীরা সোমবার দুপুরের দিকে করুণাময়ী চত্বরে জমায়েত করেন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আন্দোলেনর ঝাঁজ। পোস্টার, ব্যানার নিয়ে বিকাশভবনের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামে পুলিশ। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। চাকরিপ্রার্থীদের দাবি, এই অন্যায় তাঁরা মানবে না। আন্দোলন চলবে। পাশাপাশি পুলিশ সাফ জানিয়েছেন, রাস্তায় এভাবে বিশৃঙ্খলতা বরদাস্ত করা হবে না।

এই মুহূর্তে

আরও পড়ুন