Wednesday, 23 July, 2025
23 July, 25
Homeআবহাওয়াWeather Update: সকাল থেকে তীব্র রোদ! ভাবলে চলবে না আকাশের মুড বদলে...

Weather Update: সকাল থেকে তীব্র রোদ! ভাবলে চলবে না আকাশের মুড বদলে গিয়েছে; ফের চোখ পাকাবে নিম্নচাপ

বুধবার রাতের দিকে দক্ষিণবঙ্গের নানা প্রান্তে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সকাল থেকে তীব্র রোদ! কিন্তু তা দেখে আকাশের মুড বদলে গিয়েছে ভাবলে চলবে না। কারণ, হাওয়া অফিস বলছে ফের চোখ পাকাবে নিম্নচাপ! বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বেশ কিছু জেলায়। বুধবার রাত থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। তবে বর্তমানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চলতেই থাকবে। শরীর ভিজবে ঘামে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছি ২৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৭০ থেকে ৯২ শতাংশের মধ্যে। ফলে গরম থাকছেই।

আরও পড়ুনঃ রাতবিরেতে নির্দেশিকা, এইচএসসি পরীক্ষা স্থগিত; নতুন করে উত্তাল বাংলাদেশ

তবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। ২৪ শে জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা থাকছে। আবহাওয়া দফতর বলছে, চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার (WIPHA) অংশ এসে বুধবারই ঘূর্ণাবর্ত তৈরি করবে উত্তর বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা।

তবে বুধবার রাতের দিকে দক্ষিণবঙ্গের নানা প্রান্তে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুনঃ ব্রেকআপ হওয়া কেউ আটকাতে পারবে না! এখানে ঘুরতে গেলে

শুক্রবারও মূলত মেঘলা আকাশই থাকবে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান দক্ষিণ, ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন