সাহেব দাস, তারকেশ্বর:
আজ শিবচতুর্দশী অর্থাৎ শিবরাত্রি। সেই উপলক্ষে শৈবতীর্থ তারকেশ্বরে সকাল থেকেই একটু একটু করে ভক্তের সমাগম শুরু হয়েছে। বাবার দুধপুকুরে স্নান সেরে বাবা তারকনাথ দর্শক ও পূজা দিতে দেখা যাচ্ছে ভক্তদের।
আরও পড়ুন: Jalpaiguri: কালীমন্দিরে চুরি, ক্ষোভ বাসিন্দাদের
হুগলির শৈবতীর্থ তারকেশ্বর মন্দির । শিবরাত্রি উপলক্ষে সারারাত তারকেশ্বর মন্দির খোলা থাকবে। চার প্রহরের পূজোর পাশাপাশি শিবের মন্দিরে ভক্তদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো । কারণ মহিলারা যুগ যুগ ধরে পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি শিবের মতো স্বামী পাওয়ার বাসনায় শিবরাত্রি র উপবাস করে। আর এই শিবরাত্রি মানেই সৈবতীর্থ তারকেশ্বরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। শিবরাত্রি উপলক্ষে শৈব তীর্থ তারকেশ্বর রাজবাড়ী মাঠে ৭ দিনের মেলা বসে । যেখানে লাখো লাখো ভক্তের সমাগম ঘটে । তিথি অনুসারে এবছর শিবরাত্রি পড়েছে বুধবার সকাল ৯.৪২ মিনিটে যা শেষ হবে পরের দিন বৃহস্পতিবার ৮.৩৯ মিনিটে , মূলত চারকোোরে চারবার পূজা হয়ে থাকে প্রথম দুধ সিদ্দি গঙ্গাজল, দ্বিতীয়তঃ দই দুধ গঙ্গাজল, তৃতীয়ত ঃ ঘি দুধ গঙ্গাজল ও ৫ ফল, চতুর্থত মধু দুধ দিয়ে পূজা হয়ে থাকে।
আরও পড়ুন: Kolkata: বাংলার বাজেট নিজেদের স্বাবলম্বী করার জন্য
প্রত্যেক দিনের মত এদিনও সকাল ৯:৩০ মিনিটে বাবার পূজা উপলক্ষে মন্দির বন্ধ হবে এবং বেলা এগারোটায় মন্দির খুলে দেয়া হবে । বেলা এগারোটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারবে । সাতটার সময় শিবরাত্রি উপলক্ষে বাবার বিশেষ পূজার জন্য মন্দির বন্ধ হবে রাত দশটা পর্যন্ত । দশটার পর আবার বাবার মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে, সারারাত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারবেন।