spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeকলকাতাDilip Ghosh Birthday: ‘সারাজীবন মর্নিং ওয়াক করলেও ভালবাসা হবে না, বিয়েও হবে...

Dilip Ghosh Birthday: ‘সারাজীবন মর্নিং ওয়াক করলেও ভালবাসা হবে না, বিয়েও হবে না…’, জন্মদিনের দিন কেন এ কথা বললেন দিলীপ

শুক্রবার দিনভর যাঁর বিয়ে নিয়ে চর্চা চলেছে, শনিবার সকালে পুরনো মেজাজেই তাঁকে দেখা গেল ইকো পার্কে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুক্রবার দিনভর যাঁর বিয়ে নিয়ে চর্চা চলেছে, শনিবার সকালে পুরনো মেজাজেই তাঁকে দেখা গেল ইকো পার্কে। রুটিন মেনে সকালে প্রাতঃভ্রমণে হাজির হলেন ইকো পার্কে। গলায় হলুদ-গেরুয়া উত্তরীয় পরে জানিয়ে দিলেন, বিয়ে করলেও রাজনীতি থেকে ছুটি নিচ্ছেন না তিনি। স্ত্রী রিঙ্কু মজুমদারও যে রাজনীতিতে সক্রিয় থাকবেন, সে কথাও বলতে শোনা গেল দিলীপকে।

আরও পড়ুন: দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার, চলল গুলি

এদিন তাঁকে ঘিরে দেখা গেল তাঁর অনুগামীদের ভিড়। অনেকে বাড়ি থেকে পায়েস তৈরি করে এনেছেন। একাধিক কেক পৌঁছেছে দিলীপের জন্য। তবে পাশে নেই নববধূ। কেন এলেন না স্ত্রী রিঙ্কু? প্রশ্ন করতেই দিলীপ বলেন, “উনি মর্নিং ওয়াক করেন না। বাড়িতেই আছেন। অনেকে গল্প দিচ্ছে মর্নিং ওয়াক করতে গিয়ে নাকি প্রেম হয়েছে, যারা বলছে তারা সারাজীবন মর্নিং ওয়াক করলেও, তাদের ভালবাসাও হবে না, বিয়েও হবে না।”

আরও পড়ুন: কৃষ্ণা ষষ্ঠীতে শিব যোগ, সারাদিন কেমন কাটবে আপনার? 

দিলীপ ঘোষ স্পষ্ট বললেন আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন, তা তাঁর দলের জন্য। দলই তাঁকে বিধায়ক, সাংসদ করেছেন। রাজনীতির জন্য সঙ্ঘ প্রচারক থেকেও বাদ পড়েছেন তিনি, সেই কারণেই বিয়ে করলেন বলে জানিয়েছেন দিলীপ। তাই রাজনীতি থেকে সরে যাওয়ার কোনও ইচ্ছা নেই তাঁর। লক্ষ্যও থাকবে একই রকম।

দিলীপ ঘোষ আরও জানিয়েছেন, শনিবার খড়্গপুরে জন্মদিনের আর এক পর্ব উদযাপন হবে। দলের কর্মীরা সেখানে আয়োজন করেছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন