সাজো সাজো রব। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে তুঙ্গে প্রস্তুতি। হাতে গোনা আর ক’টা দিন পরই উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দিরের। ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আমন্ত্রিত রাজ্যের নেতা-মন্ত্রীরা। এবার আমন্ত্রণ পত্র পৌঁছল বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে। সস্ত্রীক দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানাল রাজ্য সরকার।
আরও পড়ুন: কঠোর সিদ্ধান্ত আলিমুদ্দিনের; বংশগোপালকে বহিষ্কার করল সিপিএম
বিজেপি নেতার ঘনিষ্ঠ মহল সূত্রেই খবর, দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে দিলীপ ঘোষকে। আমন্ত্রণ জানানো হয়েছে তাঁর নব বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারকেও। তবে রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষা করতে দিলীপ ঘোষ দীঘা যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
প্রসঙ্গত, ৩০ এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এটি। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, ২৯ তারিখ হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। পরের দিন, ৩০ এপ্রিল দুপুর ২টো ৩০ মিনিটে মন্দিরের উদ্বোধন হবে। ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে দ্বারোদ্ঘাটন করা হবে। থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন মন্দিরে সোনার ঝাঁটা দেবেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ২৭ এপ্রিল থেকে দিঘাতেই থাকবেন ইন্দ্রনীল সেন, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী সহ একাধিক মন্ত্রী।
ওই দিনই আবার শুভেন্দু অধিকারী পাল্টা কর্মসূচিতে কাঁথিতে লক্ষ সনাতনী সমাবেশের ডাক দিয়েছেন, আবেদন করা হয়েছে অনুমতির জন্য। এই সনাতনী সমাবেশে থাকতে পারেন যোগী, রামদেব-সহ হাজার হাজার সাধু।