সাহেব দাস, তারকেশ্বর:
তাঁর শিল্প, তাঁর হাতের কাজ সাড়া ফেলে দিয়েছে অনেকদিন থেকেই। সোশ্যাল মিডিয়াতেও তৈরি হয়েছে ফলোয়ার্স। এবার বাংলার গাঁয়ে তৈরি দুর্গা পাড়ি দিচ্ছে একেবারে মার্কিন মুলুকে। তারকেশ্বরের নারায়ণপুরে বাড়ি সায়ন পাখিরার। ছয় বছর ধরে বানাচ্ছেন প্রতিমা। তবে এই প্রথম নয়, বেশ কিছুদিন ধরেই তাঁর হাতে তৈরি প্রতিমা পুজো হচ্ছে বিদেশের মাটিতে।
আরও পড়ুন: ‘অপরাধ দমনে শিলিগুড়িতে চাই কেন্দ্রীর বাহিনী’, মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন গৌতম
এবার পেতে চলেছেন আরও বড় বড় সাফল্য। তাতেই স্বভাবত খুবই আপ্লুত সায়ন। পুজোর এখনও বেশ কিছুটা দেরি থাকলেও তোড়তোড় শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। ইতিমধ্যেই সায়নের হাতে তৈরি প্রতিমা পাড়ি দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। অর্ডার এসে গিয়েছিল অনেক আগেই। প্রায় এক মাস আগে থেকে কাজ শুরুও করে দিয়েছিলেন। কাজ শেষ হতেই তা চলল আমেরিকার পথে।
আরও পড়ুন: নারকেল কোরা-ছোলা দিয়ে কচুর শাকের ঘন্ট; গরম ভাতে জমে যাবে আজকের বৃষ্টির দিনে
প্রতিমা তৈরি করতে সায়ন ব্যবহার করেছেন মাটি, ফাইবার, রেজিং, ফ্রেঞ্চ চক, গ্লাস ম্যাট, ক্যাটলিস। আমেরিকার প্রবাসী বাঙালিরাই তা অর্ডার দিয়েছেন এই প্রতিমা। সায়ন বলছেন, এখন পাঠানো হলেও প্রতিমা শেষ পর্যন্ত আমেরিকায় পৌঁছাতে সময় লাগবে এক মাসেরও বেশি সময়। তা আগেভাগে কাজ শেষ করে ফেলতে হয়েছে। সায়নের সাফল্যে উচ্ছ্বসিত এলাকার লোকজন। উচ্ছ্বসিত পরিবারের সদস্যরাও।