spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeকলকাতাED Raid: ২০ ঘণ্টা ধরে তল্লাশি; বাজেয়াপ্ত ৪৫ লক্ষ টাকা!

ED Raid: ২০ ঘণ্টা ধরে তল্লাশি; বাজেয়াপ্ত ৪৫ লক্ষ টাকা!

২১ মাস পর ইডি স্ক্যানারে ফের চলে এসেছেন সুজিত বসু।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কখনও অফিস, কখনও বা রেস্তোরাঁ। শুক্রবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় দিনভর তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খোদ দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসেই ২০ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে মধ্যরাতে বেরিয়েছে ইডি।

আরও পড়ুনঃ খেলা হবে! তেজস্বীর গড়ে পিকে! অমেঠিতে রাহুলের মতো পরিণতির হুঁশিয়ারি

এছাড়াও তল্লাশি চালানো হয়েছে সুজিত-পুত্র সমুদ্র বসুর বাইপাস সংলগ্ন একটি ধাবায়। তল্লাশি চলেছে সুজিত ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়ি, গোডাউনেও। মোটের উপর ইডি যে ‘অ্যাকশনে’ নেমেছিল, তাতে কোনও সন্দেহই নেই।

পুরনিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার মোট ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। সুজিতের অফিস, রেস্তোরাঁ, তাঁর ছেলে রেস্তোরাঁ এবং সবশেষে তাঁর ঘনিষ্ঠদের বাড়ি, অফিস, গোডাউনের অন্দরে উঁকি দিতে ভোলে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত করে নথি-তথ্য, বেশ কিছু জমি-সম্পত্তির কাগজপত্র, একাধিক মোবাইল, ট্যাব এবং ল্যাপটপের মতো ডিজিটাল ডিভাইস। আর সর্বোপরি তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে মোট ৪৫ লক্ষ টাকা। সুজিত, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠদের অফিস-কাছারিতে তল্লাশি চালিয়েই এই বিপুল নগদ উদ্ধার করেছে তারা।

আরও পড়ুনঃ বাঙালি অস্মিতায় ধাক্কা? পুরসভার নির্দেশকে বুড়ো আঙ্গুল! শিলিগুড়িতে চলছে……..

উল্লেখ্য, ২১ মাস পর ইডি স্ক্যানারে ফের চলে এসেছেন সুজিত বসু। আর শুধুই মন্ত্রী নয়। শুক্রবার তাঁর আপ্ত সহায়ক তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অয়ন শীলকে গ্রেফতার করার পর তাঁর বাড়িতে চলা একটি তল্লাশি অভিযানের সময় এই পুর নিয়োগ সংক্রান্ত বেনিয়মের নথি উদ্ধার করেছিল। তারপরই এই দুর্নীতি তদন্তে আসরে নামে ইডিও।

পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই নথি ধরে মোট ১৪টি পুরসভার নিয়োগে বেনিয়মের হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারীরা। যার মধ্য়ে একটি আবার দক্ষিণ দমদম পুরসভায়। যে সময়কালে নিয়োগে বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ, তখন ওই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পরবর্তীতে তিনি মন্ত্রীত্ব পদ পেলে সংশ্লিষ্ট পুরসভার ভাইস চেয়ারম্যান পদ যায় মন্ত্রীর আপ্ত-সহায়ক নিতাই দত্তের কাঁধে।

এই মুহূর্তে

আরও পড়ুন