Sunday, 3 August, 2025
3 August, 25
HomeদেশSupreme Court: সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি, সংবিধানেরও তোয়াক্কা করছে না! কেন্দ্রীয়...

Supreme Court: সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি, সংবিধানেরও তোয়াক্কা করছে না! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কড়া ধমক

প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চের মন্তব্য, ‘‘ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা।’’

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে কড়া ভাষায় ধমক দিল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর একটি সরকারি সংস্থার সদর দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চের মন্তব্য, ‘‘ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা।’’

‘তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন’ (তাসম্যাক)-এর বিরুদ্ধে ওঠা প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার সম্প্রতি ইডির হাতে তুলে দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। এর পরেই সংস্থাটির দফতরে হানা দেয় তদন্তকারী সংস্থা। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলানাড়ু সরকার। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতি গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে।

আরও পড়ুন: দুই জায়গার ভোটার কার্ডে নাম রয়েছে সুকান্তর স্ত্রীর! বিতর্ক বাড়তেই মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, ‘‘একটা সংস্থার বিরুদ্ধে কী করে মামলা দায়ের হতে পারে? কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত ছিল। একটা সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা! আপনাদের ইডি সমস্ত সীমা ছাড়াচ্ছে।’’ শুধু তা-ই নয়, ইডির তদন্তেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।

শীর্ষ আদালতে তামিলনাড়ু সরকারের হয়ে সওয়াল করেন অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, রাজ্য সরকার ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ৪১টি এফআইআর দায়ের করেছে সংস্থাটির বেশ কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে। এ দিকে ইডি সদ্যই তদন্তভার হাতে পেয়ে দফতরে হানা দিল। সকলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করল। সিব্বলের মন্তব্য, ‘‘এটা গোপনীয়তার বিষয়।’’ একই কথা বলেন তাসম্যাকের আইনজীবী মুকুল রোহতগী।

আরও পড়ুন: খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশে; ইউনূসের বিদায়ের সময় ডিসেম্বরের মধ্যেই

এর পরেই ওই সংস্থার বিরুদ্ধে কী অভি‌যোগ রয়েছে, তার কী কী প্রমাণ ইডির হাতে এসেছে, এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হলফনামা জমা দিতে বলে সুপ্রিম কোর্ট। ইডির হয়ে আদালতে সওয়াল করছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। তিনি জানান, এ বিষয়ে তারা হলফনামা জমা দেবেন।

এই মুহূর্তে

আরও পড়ুন