Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাED: সাতসকালে ইডির হানা; এই প্রথম বালি পাচারের তদন্তে ED, ঝাড়গ্রাম ও...

ED: সাতসকালে ইডির হানা; এই প্রথম বালি পাচারের তদন্তে ED, ঝাড়গ্রাম ও বেহালায় জোর তল্লাশি

ঝাড়গ্রামের পাশাপাশি বেহালার জেমস লং সরণীতেও তল্লাশি চলছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাতসকালে ইডির হানা। এই প্রথম বালিপাচার তদন্তে নামলো ইডি। আজ, সোমবার সকালেই ইডি একযোগে ঝাড়গ্রাম ও বেহালায় অভিযান চালায় ইডি। ঝাড়গ্রামে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি, তিনি বালির ব্যবসার সঙ্গেই যুক্ত।

ঝাড়গ্রামের পাশাপাশি বেহালার জেমস লং সরণীতেও তল্লাশি চলছে। জিডি মাইনিং নামে একটি সংস্থায় তল্লাশি চালানো হচ্ছে। এই সংস্থাটি বালির ব্যবসার সঙ্গে যুক্ত। এই সংস্থার আরেকটি অফিস রয়েছে বিধাননগর, সেক্টর-ফাইভে।

আরও পড়ুনঃ যুক্তির আলোয় কুসংস্কার ভাঙল শহর, চন্দ্রগ্রহণ দেখতে নানা জায়গায় ভিড়

ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে এ দিন ভোরে পৌঁছয় ইডির টিম। শেখ জহিরুল আলি বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। সুবর্ণরেখা নদীর পারেই এই বিশালাকার তিনতলা বাড়িটি অবস্থিত। দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকেই বালি পাচারের অভিযোগ।

জহিরুল আলি বালি কারবারের সঙ্গে সরাসরি যুক্ত। বালি খাদান রয়েছে। ইডি সার্চ ওয়ারেন্ট নিয়েই তল্লাশি চালাতে আসেন। জানা গিয়েছে, আগে তিনি ভিলেজ পুলিশ ছিলেন। পরে সেই চাকরি ছেড়ে বালির কারবার শুরু করেন। জহিরুল আলির গাড়িতেও তল্লাশি চালানো হয়। বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ কোচবিহারে বিনা লাইসেন্সের অগুন্তি পলিক্লিনিক! সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা ক্ষতি

স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি বালির ব্যবসা করেন, তবে কোনও বেআইনি কাজ করেন না। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে।

ইডির মোট ৪-৫টি টিম তদন্তে নেমেছে। একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তারা। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে বালি পাচার হয়ে যাচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এরপরই সম্প্রতি মামলা দায়ের করে ইডি। তারপর আজকের অভিযান।

এই মুহূর্তে

আরও পড়ুন