দুর্গাপুজো মিটতেই ফের অ্যাকশন মোডে ইডি। সাতসকালে শহর কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাহিনীর হানা। নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে অভিযান ইডি আধিকারিকদের। জানা গিয়েছে, দীপক দে নামক এক ব্যক্তির খোঁজেই এই অভিযান।
আরও পড়ুনঃ ‘বন্ধু’ ট্রাম্পকে ফোনে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর, গুরুত্বপূর্ণ বৈঠক থামিয়ে কথা বললেন নেতানিয়াহু
আজ, বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর হতেই অভিযানে বেরিয়ে পড়ে ইডি। সোজা পৌঁছে যায় নাগেরবাজারে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সেখানে শোভনা অ্যাপার্টমেন্টের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় ইডি আধিকারিক ও সিআপরপিএফ-কে। মূল দরজায় ধাক্কা দিলেও, ভিতর থেকে কোন সাড়া মিলছিল না। পরে দরজা খোলায় ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা বাড়ির ভিতর প্রবেশ করেন।
জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপু দের বাড়িতে অভিযান চালায় ইডি। সূত্রের খবর, এলাকায় তিনি যথেষ্ট প্রভাবশালী দীপক দে। একটি বেসরকারি স্কুলের মালিক তিনি।
আরও পড়ুনঃ ধর্মতলায় ধুন্ধুমার! পার্শ্বশিক্ষকদের ১১টি সংগঠনের নবান্ন অভিযানে ‘পুলিশি বাধা’
এছাড়াও প্রোমোটিং, বিল্ডার্সের ব্যবসা রয়েছে। দীপক দে তৃণমূল ঘনিষ্ঠ বলেই খবর। তৃণমূলের ছত্রছায়াতেই অল্প সময়ে তাঁর বিপুল সম্পত্তি বেড়েছে বলে খবর।
জানা গিয়েছে, আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তেই ইডির অভিযান। বাড়ির ভিতরে তল্লাশি চলছে। চলছে জিজ্ঞাসাবাদও। প্রাথমিক সূত্রে খবর, বাড়িতেই সম্ভবত দীপক দে রয়েছেন। তাঁর মা, দুই সন্তানকে নিয়ে থাকেন। এ দিন ইডি আধিকারিকদের দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দীপক দে-র ছেলে এসে দরজা খোলেন। এরপর ভিতরে যায় ইডি। এখনও জিজ্ঞাসাবাদ, অভিযান চলছে।