Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeউত্তরবঙ্গTufanganj: তুফানগঞ্জে বাবার যৌন লালসার শিকার নাবালিকা মেয়ে

Tufanganj: তুফানগঞ্জে বাবার যৌন লালসার শিকার নাবালিকা মেয়ে

মেয়েকে চেপে ধরতে সে বাবার কুকীর্তির কথা মাকে জানায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

বাবার যৌন লালসার শিকার হল নাবালিকা মেয়ে। ফাঁকা বাড়ির সুযোগে পনেরো বছর বয়সি মেয়েকে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের। স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা।

আরও পড়ুনঃ পাখির চোখ! ১০০০টি করে শাখা; ঘর গোছাচ্ছে আরএসএস

তুফানগঞ্জের এসডিপিও কান্নেধারা মনোজ কুমার বললেন, ‘অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’ শুক্রবার নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ ভয়ংকর বিপদ! বডি মাসাজের নামে হোটেলের রুমে ডাক…তারপর?

ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। ফাঁকা বাড়ির সুযোগে মাঝেমধ্যে মেয়েকে ধর্ষণ করত বাবা। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তাই ভয়ে এতদিন কাউকে কিছু জানায়নি সে। সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় মায়ের। মেয়েকে চেপে ধরতে সে বাবার কুকীর্তির কথা মাকে জানায়। এরপর তিনি রাতেই স্বামীর নামে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। নাবালিকার মা বললেন, ‘স্বামীর মদ খাওয়া নিয়ে সংসারে অশান্তি ছিলই। কিন্তু নিজেরই মেয়ের সঙ্গে যে এমন করবে, সেটা কল্পনাও করতে পারিনি। অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছি।’

এই মুহূর্তে

আরও পড়ুন