ফের গুলির লড়াইয়ে উত্তাল উপত্যকা। এবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে অনুপ্রবেশকারীদেরমধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়। জানা গেছে, রবিবার দুপুরে কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে আটকায় সেনা। তার পরেই এই সংঘর্ষের সূত্রপাত হয়।
আরও পড়ুন: মমতার পছন্দের রং, সিপিএমের ‘ডিপি’ থেকে উধাও লাল; ‘মহাশূন্যে কাস্তে-হাতুড়ি’
সেনা সূত্রের খবর, হিরানগর সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন সানিয়াল গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ঠিক তখনই সশস্ত্র অনুপ্রবেশকারীরা সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। শুরু হয় গুলির লড়াই।
সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে যাতে আরও অনুপ্রবেশ ঠেকানো যায়। কর্তৃপক্ষ বলছে, এই ধরনের বারবার অনুপ্রবেশের পেছনে সন্ত্রাসী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা রয়েছে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে সশস্ত্র সেনা দিয়ে। সংঘর্ষে হতাহতের বা ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: পানীয় জলের সমস্যা আজও বাঁকুড়ার গ্রামে
কাঠুয়ার এই ঘটনা বিচ্ছিন্ন নয়, সাম্প্রতিক সময়ে জম্মু অঞ্চলে বারবারই জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সপ্তাহখানেক আগেই, ১৭ মার্চ কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। একজন পাকিস্তানি জঙ্গি নিহত হয় সেই সংঘর্ষে। শুধু তাই নয়, দিনকয়েক আগে কাঠুয়া জেলারই তিনজন নিরীহ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে, তাঁদের মধ্যে একজন ১৪ বছর বয়সি কিশোরও ছিল।
এর পরেই আজ রবিবার ফের গুলিগোলার শব্দে সিঁটিয়ে গেছে কাঠুয়া। মনে করা হচ্ছে, অনুপ্রবেশকারীরা স্থানীয়দের বাড়িতেই ঘাঁটি গেড়ে রয়েছে এবং আগাম খবর পেয়ে সেনাবাহিনীকে আক্রমণ করছে।