কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
শিলিগুড়িতে একটি নার্সিং হোমে আগুন। মৃত্যু হল আইসিইউ-তে থাকা এক রোগীর। নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে নার্সিং হোমে।
আরও পড়ুনঃ ‘শব্দবাজি থামাতে লাঠিপেটা’! কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে সরিয়ে দিল নবান্ন
জানা গিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে আগুন লাগে। নার্সিং হোমের গ্রাউন্ড ফ্লোরের স্টোর রুমে আগুন লাগে। হু হু করে আগুন বাড়তে থাকে। ধোঁয়ায় ঢেকে যায় নার্সিং হোমের ভিতরের অংশ।
ভয়ে-আতঙ্কে রোগীরা নার্সিং হোম থেকে বেরিয়ে আসেন। হাসপাতালের কর্মীরাও রোগীদের বের করে আনে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ ফের মুখ খুললেন হুমায়ুন! ‘মুর্শিদাবাদে তৃণমূলকে ২০ থেকে ১০ এ নামাব’
আগুন নিয়ন্ত্রণে আনার পরই জানা যায় যে আইসিইউ-তে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। তবে আগুন থেকে ধোঁয়ায় শ্বাসকষ্টের জেরেই তাঁর মৃত্যু হয়েছে নাকি অন্য কারণে, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ওই নার্সিং হোমে। দমকলের তরফে জানানো হয়েছে, নার্সিং হোমে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকলেও, তা ব্যবহার করার কোনও লোক ছিল না। গতকাল ওই অগ্নি নির্বাপণ ব্যবস্থা কাজ করেনি। সেই কারণেই গ্রাউন্ড ফ্লোর থেকে আগুন ছড়িয়ে পড়ে নার্সিং হোমের দোতলা পর্যন্ত। নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ ও দমকল অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখছে।


                                    


