কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পর্যটক বোঝাই গাড়ি। মৃত্যু হল দু’জনের। আহত একাধিক। শনিবার সকালে মিরিকের গয়াবাড়িতে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঘুঘুর বাসা ভাঙতে উত্তরকন্যা অভিযানের আহ্বান মীনাক্ষীর
দার্জিলিংয়ের সুকিয়াপোখরি থেকে শিলিগুড়ি আসার জন্য একটি চারচাকা গাড়িতে রওনা হয়েছিলেন পর্যটকরা। গোয়াবাড়ি আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়ি গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে বেশ কয়েকজন পর্যটক ছিলেন।
আরও পড়ুন: গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল সিপিবি’র
ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরিক প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পৌঁছয় মিরিক থানার পুলিশ। তাঁরা মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।