spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeকলকাতাBijoya Dashami 2025: চলছে সিঁদুর খেলা, চোখের জলে উমা বিদায়

Bijoya Dashami 2025: চলছে সিঁদুর খেলা, চোখের জলে উমা বিদায়

উমার বিদায়বেলায় মুখ ভার আকাশের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

উমার বিদায়বেলায় মুখ ভার আকাশের। পাঁচদিনের আনন্দ-উৎসবের ক্যালেন্ডার যেন আচমকা থেমে গেল। মহামায়াকে বরণ করে আজ বিদায় জানানোর পালা। কলকাতা থেকে জেলা, সর্বত্রই চলছে দেবী বরণ। কলকতার ঘাটগুলিতে তৎপর পুলিশ। স্পিড বোটে চলছে নজরদারি। অন্যদিকে কুমোরটুলি সর্বজনীনে দেবী বরণ করতে দেখা গেল রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে। তাঁর সঙ্গে এলাকার মহিলারা মেতে উঠলেন সিঁদুর খেলায়। অন্যদিকে কোচবিহার থেকে সিউরি, টাকি, সর্বত্রই উমা বিদায়ে বিষাদের ছায়া। শুরু হয়ে গিয়েছে বিসর্জনের তোড়জোড়।

আরও পড়ুনঃ দশমীতে উমার বিদায়, বিসর্জনে গঙ্গার ঘাটে জল ও আকাশপথে নজরদারি কলকাতা পুলিশের

সকাল থেকেই সিঁদুর খেলার বাগবাজার সর্বজনীনেও। শুধু এলাকার মহিলারাই নন, দূরদূরান্ত থেকেও প্রচুর মহিলা এসে এই সিঁদুর খেলায় মেতে উঠলেন। এদিকে সকাল থেকেই কলকাতার নানা প্রান্তে শুরু হয়ে যায় বৃষ্টি।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দিনভর একই ছবি দেখা যাবে। বেলার দিকে বৃষ্টি একটু কমতেই বাগবাজারে ভিড়টা অনেকটাই বেড়ে যায়। একজন তো বললেন, “আমি তো প্রতি বছর চলে আসে দশমীতে। খুব ভাল লাগে।” পাশে দাঁড়িয়ে সদ্য বিবাহিতা এক তরুণী বললেন, “আমি এ বছর প্রথম এলাম। কিন্তু এসে মনে হচ্ছে যেন নিজের পাড়ায় আছি। আসছে বছর আবার হবে। আবার আসব।”

আরও পড়ুনঃ দুর্গাপুজো শেষের দিন বিদায়ের শোক, তবু কেন বলা হয় ‘শুভ বিজয়া’?

অন্যদিকে বৃষ্টির মধ্যেই দেবী বরণ চলল আরবানাতেও। এখানে আবার বহু খ্যাতনামা তারকার উপস্থিতিও দেখা যায়।

অন্য়ান্য মহিলাদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই এক এক করে বরণ করে নেন উমাকে। আরবানা থেকে এক মহিলা বললেন, “দশ বছর হয়ে গেল পুজোর। প্রতি বছরই সিঁদুর খেলা হয়। এবারও হচ্ছে। খুবই ভাল লাগে।”

এই মুহূর্তে

আরও পড়ুন