Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়িতে তথ্যপ্রযুক্তি পার্ক ফিউশন সিএক্স-এর

Siliguri: শিলিগুড়িতে তথ্যপ্রযুক্তি পার্ক ফিউশন সিএক্স-এর

রাজ্যের কলকাতা, হাওড়া, কল্যাণী এবং দুর্গাপুরে ফিউশন সিএক্স-এর চারটি তথ্যপ্রযুক্তি পার্ক রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

বৃহস্পতিবার শিলিগুড়িতে এ রাজ্যে তাদের পঞ্চম তথ্যপ্রযুক্তি পার্কের উদ্বোধন করল ফিউশন সিএক্স। রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী বাবুল সুপ্রিয় এই পার্কের উদ্বোধন করেন। ৭৫ কোটি টাকা বিনিয়োগে তৈরি এই পার্কে মোট তিন হাজার নতুন কর্মসংস্থান হবে।

এ দিন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান পঙ্কজ ধানুকা এই সময়কে বলেন, ‘তথ্যপ্রযুক্তি পার্কে ই-কমার্স, ক্যুইক কমার্স, হেলথটেক এবং ডিজিটাল ট্রান্সফর্মেশন সমেত একাধিক ক্ষেত্রের পরিষেবার কাজ করা হবে। গ্রাহক পরিষেবা উন্নত করার ক্ষেত্রে এই তথ্যপ্রযুক্তি পার্ক কাজ করবে।’ ৫৪ হাজার বর্গফুটের এই পার্কে প্রাথমিক ভাবে ৪০০ কর্মী কাজ করলেও চলতি বছরের শেষে তা বেড়ে ১,৪০০-১,৫০০ হবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ সেজে উঠেছে গোটা তারাপীঠ; কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম

তাঁর কথায়, ‘২০২৬-এর শেষে পার্কের কর্মীসংখ্যা তিন হাজার হয়ে যাবে।’ বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এক সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, শিলিগুড়ির এই পার্ক তৈরিতে এখন পর্যন্ত ৭৫ কোটি টাকা লগ্নি করা হয়েছে। এ রাজ্যের কলকাতা, হাওড়া, কল্যাণী এবং দুর্গাপুরে ফিউশন সিএক্স-এর চারটি তথ্যপ্রযুক্তি পার্ক রয়েছে। এখন পর্যন্ত এই খাতে রাজ্যে প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে সংস্থাটি। মোট কর্মীর সংখ্যা ৩,৫০০ জন। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও এমডি কিশোর সারাওগি বলেন, ‘এ মুহূর্তে মিশো, আজিয়ো, জিয়োমার্ট এবং শেইন, এই চার সংস্থা আমাদের পরিষেবা নিয়ে থাকে। আরও তিন সংস্থার সঙ্গে আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি তারাও আমাদের পরিষেবা ব্যবহার শুরু করবে।’

আরও পড়ুনঃ কলকাতায় প্রধানমন্ত্রী; আজ দমদম থেকে ব্যারাকপুর একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ

অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় বলেন, ‘কাস্টমার এক্সপিরিয়েন্স কেন্দ্র হিসেবে শিলিগুড়ির উত্থান রাজ্যের জন্য একটি মাইলফলক। বিপুল কর্মসংস্থান এবং তথ্যপ্রযুক্তি ও বিপিএম ক্ষেত্রে রাজ্যের ক্রমেই বেড়ে চলা শক্তির প্রমাণ এর থেকে পাওয়া যায়।’ সম্প্রতি শেয়ারবাজার নিয়ামক সংস্থা সেবির কাছে খসড়া আবেদনপত্র জমা দিয়েছে ফিউশন সিএক্স। শেয়ার বাজার নথিভুক্তির মাধ্যমে বাজার থেকে এক হাজার কোটি টাকা তুলতে চায় সংস্থাটি। আইপিও মারফত তোলা টাকার থেকে ২৯১.৮ কোটি টাকা বকেয়া ঋণ মেটাতে খরচ করবে ফিউশন সিএক্স। বাকি টাকা সহযোগী সংস্থায় বিনিয়োগ সমেত অন্যান্য নানা খাতে খরচ করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

এই মুহূর্তে

আরও পড়ুন