Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeকলকাতাSaraswati Puja 2025: "ইচ্ছার ইচ্ছাশক্তি"; ছোট হাতে সরস্বতী মূর্তি গড়ে সবাইকে চমকে...

Saraswati Puja 2025: “ইচ্ছার ইচ্ছাশক্তি”; ছোট হাতে সরস্বতী মূর্তি গড়ে সবাইকে চমকে দিচ্ছে

বেলেঘাটার বাসিন্দা ছোট্ট মেয়ে ইচ্ছা বেরা। বয়স মাত্র ১১ বছর । এই বয়সেই সে ছোট্ট মাটির প্রতিমা বানায় নিজের হাতে। এই কাজে তার হাতে খড়ি হয়েছে কুমারটুলির মহিলা মৃৎশিল্পী মালা পালের কাছে।

আরও পড়ুন: Today’s Horoscope: আজ ২ রা ফেব্রুয়ারী ২০২৫, আজ দুপুর থেকে এই ৫ টি রাশির ভাগ্য বদলে

বিগত দুই বছর ধরে সে নিজের বাড়ির সরস্বতী ঠাকুর বানিয়ে পুজো করছে এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এছাড়া কেউ বানিয়ে দিতে বললে সে বানিয়ে দেয় ছোট্ট হাতে। মাটির কাজ করে সে পুরস্কারও অর্জন করেছে।

ঠাকুর বানানো ছাড়াও সে ভালবাসে ছবি আঁকতে নাচতে খেলতে কার্টুন দেখতে এছাড়া নতুন নতুন হাতের কাজ শিখতে ও তৈরি করতে।

আরও পড়ুন: Kolkata: পি এস ইউ এর ২৩ তম রাজ্য সন্মেলনের লোগো আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত

ইচ্ছার ইচ্ছা সে বড় হয়ে মৃৎশিল্পী হবে ও সুন্দর সুন্দর মূর্তি তৈরি করবে, যা দেখতে দূর দূর থেকে প্রচুর মানুষ আসবে ভিড় করে।

এই মুহূর্তে

আরও পড়ুন