বদলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার খোলনলচে। বার্ষিক নয়, শুরু হয়ে গিয়েছে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। গোটা দেশের মধ্যে উচ্চমাধ্যমিক স্তরে এ রাজ্যেই প্রথম চালু হয়েছে এই সেমিস্টার প্রথা। জানিয়েছিলেন খোদ সংসদ সভাপতি।
চলতি বছর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। চলেছিল ২২ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা হয় ওএমআর শিটে। এবার এক মাস ৯ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে প্রথম পর্বের ফল। আজ বেলা ১২টায় সাংবাদিক বৈঠক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ২টো থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। ফল দেখা যাবে বঙ্গবার্তার ওয়েবসাইটেও। নিচের লিঙ্কে পরীক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দিলে চোখের পলকেই সামনে চলে আসবে ফলাফল।




