Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeহুগলীHooghly: জল পড়ে ছাতা নড়ে; ছাতা নিয়ে পড়াশোনা! হয়ে গেল স্মার্ট স্কুল

Hooghly: জল পড়ে ছাতা নড়ে; ছাতা নিয়ে পড়াশোনা! হয়ে গেল স্মার্ট স্কুল

স্কুলের বদলে গেল চেহারা। পুরো পাল্টে গিয়ে স্মার্ট স্কুল হয়ে গেল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এই জুন মাসের কথা। একটি খবর প্রকাশ্যে আসে হুগলির পাণ্ডুয়া থেকে। যেখানে দেখা যায় ছোট ছোট পড়ুয়ারা ক্লাসে বসে রয়েছে। সামনে বসে আছেন স্যরও। কিন্তু সকলের হাতে ছাতা। অর্থাৎ, ছাতা মাথায় হাতে পড়ুয়ারা বসে পড়াশোনা করছে। কারণ, ক্লাসরুমের ছাদ ফুটো হয়ে জল পড়ে অনবরত। সেই জল থেকে বাঁচতে ছাতা হাতে পড়াশোনা করছিল খুদেরা। কিন্তু দু’মাসও যায়নি, সেই স্কুলের বদলে গেল চেহারা। পুরো পাল্টে গিয়ে স্মার্ট স্কুল হয়ে গেল।

আরও পড়ুনঃ চোরাই মালের ‘শপিং মল’! দোকানের পিছনে লুকোনো গোডাউন! মোটরবাইক, সিলিন্ডার, সাইকেল উদ্ধার; শিলিগুড়িতে এসব হচ্ছেটা কি?

হুগলির পাণ্ডুয়ার প্রত্যন্ত গ্রামের ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চালু হল স্মার্ট ক্লাস রুম। এই বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা ৬৭ জন, শিক্ষক-শিক্ষিকা চারজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, “প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে এই স্মার্ট ক্লাস রুম অত্যন্ত সুবিধা দেবে। এখন আর ছবি এঁকে নয় এলইডি (LED) স্ক্রিনে ভিডিয়োর মাধ্যমে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের বোঝানো যাবে। যা পড়ুয়ারা অতি সহজেই শিখতে পারবে। রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই স্মার্ট ক্লাস তৈরি হয়েছে।”

এই ক্লাসরুমের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন ইটাচুনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সন্তু ফৌজদার। তিনি বলেন, “খুব ভাল উদ্যোগ। খুব একটা বেশি স্কুলে এই স্মার্ট ক্লাস চালু হয়নি। এই স্কুলে হয়েছে। বর্তমানে স্মার্ট ক্লাসের প্রয়োজন রয়েছে। আগামী দিনে এই বিদ্যালয়ে যেন আরও উন্নতি করে।”

আরও পড়ুনঃ রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি, পাকিস্তান থেকে ঢুকেছে তিন জইশ জঙ্গি! ছবি প্রকাশ পুলিশের

গত জুন মাসে ছাতা মাথায় পড়ুয়ারা ক্লাস করছে এই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিজেপি নেতা অমিত মালব্য, হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়রা সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। অভিযোগ তোলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে অভিযোগ করেছিলেন।

এই মুহূর্তে

আরও পড়ুন