Thursday, 17 July, 2025
17 July, 25
HomeহুগলীHooghly: গোঘাটে বাজ পড়ে মহিলার মৃত্যু; গরু চড়াতে গিয়েছিলেন মাঠে

Hooghly: গোঘাটে বাজ পড়ে মহিলার মৃত্যু; গরু চড়াতে গিয়েছিলেন মাঠে

আচমকাই বজ্রপাত! মাঠেই ঝলসে যান মহিলা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। তখনও বৃষ্টি শুরু হয়নি। আচমকাই বিকাল ঘনিয়ে সন্ধ্যা নামার আগেই ঝড়বৃষ্টি শুরু হয়। আচমকাই বজ্রপাত! মাঠেই ঝলসে যান মহিলা। রবিবার বিকালে মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে বজ্রপাতে মৃত্যু হল মহিলার। মৃত ওই মহিলার নাম পুষ্প সাঁতরা (৬৭)। বাড়ি গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামে।

আরও পড়ুনঃ দ্বিতীয় AIIMS এর দাবি; জলপাইগুড়ি শহরে বিরাট মিছিল বাংলা পক্ষর

রবিবার বিকাল চারটের কিছু পর  থেকেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। তখনই ঘন ঘন বাজ পড়তে থাকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পুষ্প রাস্তার ধারে গাছ তলায় দাঁড়িয়ে ছিলেন, তখন বাজ পড়ে। ঝলসে যায় তাঁর শরীর। স্থানীয় বাসিন্দারাই কিছুক্ষণ পরে পুষ্পকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুনঃ ঘূর্ণাবর্তের ভ্রুকুটি; চেনা ছন্দে বর্ষা, টানা বৃষ্টি

পুষ্পাকে পরে গ্রামীণ চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  পরবর্তীতেই গোঘাট গ্রামীণ হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয়। মাঠে আরও ১ জন বাজ পড়ে অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।  তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এই মুহূর্তে

আরও পড়ুন